ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। হঠাৎ করে সিনেমা ছেড়ে রাজনীতিতে পদার্পণ করেছিলেন তিনি, কিন্তু নির্বাচনে হারের পর আবার পর্দায় ফিরে আসার আশা ছিল। কিন্তু তা সত্ত্বেও নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। অবশেষে, চলতি বছরের জুনে চুপিচুপি দেশে ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাহি। ইতোমধ্যে ছয় মাসেরও বেশি সময় কাটিয়েছেন নিউইয়র্কে, যেখান থেকে মাঝেমধ্যেই নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে নানা বিষয়ে পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে সংযোগ রাখেন এই সুন্দরী। তবে সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমন এক স্ট্যাটাস দিয়েছেন যা ছুঁয়ে গেছে ভক্তদের হৃদয়।

শনিবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একাধিক ছবি পোস্ট করে কান্নার ইমোজি দিয়ে মাহিয়া মাহি ক্যাপশনে লিখেছেন, ‘আমার রুহটা ইন্ডিয়ায়, আর আমি আমেরিকায়।
জানা গেছে, মাহির একমাত্র ছেলে ফারিশ তার বাবার কাছে ভারতে আছে। ছয় মাস ধরে ছেলের কাছ থেকে দূরে তিনি। মা–ছেলের যোগাযোগের একমাত্র মাধ্যম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ভিডিও কল। ফারিশ পর্দায় হাসলে মাহির চোখ ভিজে ওঠে।
কখনো আবার কথার মধ্যেই থেমে যান তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলো ঝলমলে নগরীতে থেকেও নায়িকার কাছে মনে হয় তার সব কিছু ফাঁকা। কারণ, তার ‘রুহ’ পড়ে আছে ভারতে। সেই পোস্টে ছোট্ট ছেলে ফারিশকে নিজের রুহ বলে সম্বোধন করেছেন মাহি।
মাহি বলেন, ‘ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়। জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা করে। কিন্তু ভিডিও কলে কি আর তা সম্ভব! মনটা চায়, দৌড়ে গিয়ে ছেলেটাকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরি।’
এর মধ্যেই খবর, সিনেমায় ফিরছেন মাহিয়া মাহি। অভিনয় করতে যাচ্ছেন নতুন সিনেমায়। সিনেমাটির নাম ‘অন্তর্যামী’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির।
আরপি/টিকে