ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের অবরোধে টানা সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহসহ আঞ্চলিক রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে ময়মনসিংহ স্টেশনসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়া ৫টি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছাড়তে শুরু করেছে।
রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বাকৃবির জব্বারের মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ ছিল।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করেন বাকৃবি শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহসহ আঞ্চলিক রেলপথে ট্রেন যোগাযোগ। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়েন পাঁচটি ট্রেনের সহস্রাধিক যাত্রী।
আটকাপড়া ট্রেনগুলো হলো- ফাতেমানগরে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার, আউলিয়ানগরে তারাকান্দিগামী অগ্নিবিনা এক্সপ্রেস, গফরগাঁও স্টেশনে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, ময়মনসিংহ জংশনে ঢাকাগামী বলাকা কমিউটার এবং দেওয়ানগঞ্জ কমিউটার।
রাত ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সত্যতা দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করায় ঢাকা-ময়মনসিংহসহ আঞ্চলিক রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ইতিমধ্যে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছাড়তে শুরু করেছে বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো। এতে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তির শিকার যাত্রীদের মধ্যে স্বস্থি ফিরেছে।
প্রসঙ্গত, এর আগে গতকাল ২২ নভেম্বর বিকেল ৫টায় একই দাবিতে একই স্থানে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ময়মনসিংহের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এরপর রাত ৮টার দিকে বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পুড়িয়ে দিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এমআর/টিকে