এবারের নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। সাধারণ ভোটাররা আমাকে কাছে টেনে নিচ্ছেন। আমরা খুব সহজেই এই তিনটি আসন থেকে জয়লাভ করতে পারব।’
আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর।
সাংবাদিকদের উদ্দেশে ডা. বাবর বলেন, ‘সাধারণ ভোটাররা আমাকে কাছে টেনে নিচ্ছেন। এবারের নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। আপনারা আমাদের পাশে থাকলে, সহযোগিতা করলে এবং সাধারণ মানুষ আমাদের পাশে থাকলে আমরা খুব সহজেই এই তিনটি আসন থেকে জয়লাভ করতে পারব।’ নির্বাচনী সভা-সমাবেশ কাভার করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করি।
মতবিনিময়সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব অ্যাড. এম এ খায়ের, বিএনপি নেতা অ্যাড. তৌফিকুল ইসলাম তৌফিক, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এবি/টিকে