পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে কর্মস্থলে যোগদান না করা ও বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহকে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশ সূত্রে, ড. বিকাশ চন্দ্র পোস্ট ডক্টোরাল গবেষণার জন্য প্রাপ্ত ছুটি শেষে যোগদান না করে ১০ জুন ২০২৩ থেকে ৯ জুন ২০২৪ পর্যন্ত শিক্ষাছুটির মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। তবে আবেদনটি স্ট্যান্ডিং কমিটির ১৮৮তম সভায় উপস্থাপিত হলে তা বিবেচিত হয়নি।
পরে তাকে কর্মস্থলে যোগদান করতে বলা হলেও তিনি যোগদান না করে পুনরায় দ্বিতীয় মেয়াদে শিক্ষাছুটির আবেদন করেন। সেই আবেদনটিও স্ট্যান্ডিং কমিটির ১৯৬ তম সভায় বিবেচিত হয়নি। পরে তাকে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিলে তিনি যোগদান না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকেন। পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে সিন্ডিকেটের ২৬৭তম (সাধারণ) সভায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রতিবেদন অনুযায়ী সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার ১২৬নং সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির 3(h) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধির 4(1) (f) ধারা মোতাবেক গত ২০২৩ সালের ১০ জুন থেকে চাকরি হতে অপসারণ করা হয়।
আইকে/টিএ