ভারতের উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর। সেই বিয়ের আসর ঘিরে নানা মুহূর্তের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ছবি-ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের আসরে বসেছে বলিউডের চাঁদের হাট।
রণবীর সিং থেকে জাহ্নবী কাপুর অনেকেই বিয়েতে নেচেছেন।
তবে এবারই প্রথম নয়। প্রায়ই ‘হাই প্রোফাইল’ বিয়েতে নাচতে দেখা যায় বলিউড তারকাদের। এসব বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য কে কত পারিশ্রমিক পান?
অনন্ত আম্বানির বিয়েতেও উদ্দাম নাচতে দেখা গিয়েছিল রণবীর সিংকে। প্রায়ই বিয়ের আসরে নাচেন তিনি।
শোনা যায়, ১ কোটি বা তার কিছু বেশি পারিশ্রমিক নেন তিনি। আলিয়া ভাটকেও একসময় বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা যেত। তবে বিয়ের পরে সেভাবে আর তাকে দেখা যায় না। যদিও অনন্ত আম্বানির বিয়েতে স্বামী রণবীর কাপুরের সঙ্গে নেচেছিলেন তিনি।
বিয়ের আসরে নেচে ১.৫ কোটি রুপি নেন বলে শোনা গেছে।
নাচ দিয়ে বিয়ের অনুষ্ঠান মাতিয়ে রাখেন সালমান খান। তার উপস্থিতিই যেন গোটা আবহ বদলে দেয়। বিয়ের আসরে নেচে তিনি ২ কোটি রুপি নেন বলে খবর। একসময় বিয়ের অনুষ্ঠানে নাচা নিয়ে ছুতমার্গ ছিল রণবীর কাপুরের।
তবে নিজেই সেই ছক ভাঙেন। বিয়েতে নেচে ২ কোটি পারিশ্রমিক নেন তিনি।
বলিউডের ছবিতে যেমন তার নাচ মুগ্ধ করে তেমনি বিয়ের অনুষ্ঠানেও নাচে মাতিয়ে রাখেন দীপিকা পাডুকোন। তবে তিনি ১ কোটি রুপি। ভিকি কৌশলও বিয়ের আসরে নেচে ১ কোটি নেন। তবে ভিকি-ঘরনি, অর্থাৎ ক্যাটরিনা কাইফের পারিশ্রমিক অনেকটাই বেশি। বলিউডের ছবিতে তার ‘শীলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’, ‘কমলি’-সহ বেশ কিছু জনপ্রিয় নাচের গান রয়েছে। তাই বিয়ের আসরও যে তিনি মুহূর্তে মাতিয়ে দেন, তা বলাই যায়। ৩.৫ কোটি রুপি পারিশ্রমিক নেন ক্যাটরিনা।
এর বাইরে বিয়ের আসরে নাচতে দেখা যায় বলিউড বাদশাকেও। শাহরুখ খান ৩ কোটি পারিশ্রমিক নেন এবং অন্যদিকে অক্ষয় কুমার নেন ২.৫ কোটি।
এমকে/এসএন