নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে রাম হচ্ছেন রণবীর কাপুর। তাই মাছ মাংস-সহ সমস্ত রকমের আমিষ খাবার ছেড়েছেন এই অভিনেতা। এমনকি মদ্যপানও ছেড়েছেন বলে জানিয়েছিলেন তিনি। পর্দায় রাম হয়ে ওঠার জন্য নিজেকে নিয়মে বেঁধেছেন বলেও দাবি করেছিলেন রণবীর।
কিন্তু অভিনেতার এই দাবি কি আদৌ সত্যি? এবার উঠছে এ নিয়ে প্রশ্ন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’। রাজ কাপুরের ১০০ বছর উপলক্ষে এই ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে খাওয়া দাওয়ার বিষয় রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আরমান জৈন পরিবারের সকলের পাতে খাবার পরিবেশন করছেন। টেবিলে বসে থাকা সকলের পাতে ভাতের সঙ্গে মাছের একটি পদ এবং পাঁঠার মাংসের একটি পদ পরিবেশন করছেন তিনি।
যে টেবিলে ছিলেন নীতু কাপুর, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, রিমা জৈন, সাইফ আলি খানদের সঙ্গে বসেছিলেন রণবীর কাপুরও! আর এই দেখেই অবাক নেটাগরিক। রণবীর এতদিন নিরামিষ খাওয়ার ব্যাপারে মিথ্যা কথা বলেছেন বলেও দাবি করেছেন তারা।
এক নিন্দুক সমাজমাধ্যমে লিখেছেন, “রণবীর কাপুরের জনসংযোগকারী দল দাবি করেছিল, রামের চরিত্রে অভিনয় করার জন্য তিনি নাকি আমিষ খাবার ত্যাগ করেছেন। কিন্তু পরিবারের সঙ্গে বসে মাংসের হাড় ও মাছ খাচ্ছেন তিনি! দেখাই তো যাচ্ছে। সত্যিই রণবীরের জনসংযোগকারী দলকে কুর্নিশ।”
আর নিন্দুকের দাবি, “এমন মিথ্যাচার করার জন্য জনসংযোগকারী দলকে বাতিল করা উচিত। বিশদে না জেনে বোকা বোকা দাবি করা মোটেই ঠিক নয়। এমন ভুয়া গল্প তৈরি করার তো কোন দরকারই ছিল না। কোথায় লেখা আছে, রামের চরিত্রে অভিনয় করতে গেলে আমিষ খাওয়া ছাড়তে হবে? জনসংযোগকারী দলের জন্য অভিনেতাকেও এবার দুর্ভোগ পোহাতে হবে।”- ইন্ডিয়ান এক্সপ্রেস
এসএন