ভারতীয় সিনেমার পর্দায় আসতে চলেছে এক অভূতপূর্ব ক্রসওভার—প্রভাসের অ্যাকশন থ্রিলার স্পিরিট-এ গুরুত্বপূর্ণ ক্যামিওতে দেখা যাবে রণবীর কাপুরকে। sandeep Reddy Vanga পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো একই ফ্রেমে দেখা যাবে বলিউডের হার্টথ্রব আর দক্ষিণের প্যান-ইন্ডিয়া সুপারস্টারকে। ভক্তরা ইতিমধ্যেই একে বলছেন “ঐতিহাসিক মুহূর্ত”।
প্রভাস এই ছবিতে প্রথমবারের মতো পুলিশ অফিসারের চরিত্রে হাজির হচ্ছেন। খাকি ইউনিফর্ম পরে তাকে দেখা যাবে একদম নতুন, তীব্র ও আগ্রাসী রূপে যা নাকি তার পুরো ক্যারিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্র হতে চলেছে। আর ঠিক এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আবির্ভাব ঘটবে রণবীর কাপুরের। তার ক্যামিও নাকি গল্পের গতিপথ বদলে দেবে, তৈরি করবে আরও বড় কিছু ঘটনার ইঙ্গিত।
‘অ্যানিম্যাল’ আর ‘কবীর সিং’-এর মতো বিতর্কিত কিন্তু জনপ্রিয় ছবি বানানো ভাঙ্গা এবার এই দুই তারকাকে এক মেরুর শক্তিতে পরিণত করে অ্যাকশন-জঁরাকে নতুন সংজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে স্পিরিট এখন থেকেই হয়ে উঠেছে ভক্তদের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি।
এমকে/এসএন