পরিচালক সুজিত দত্তের জীবন বদলে গেছে ‘খাদান’ মুক্তির পর থেকে। সম্প্রতি মেয়ে হওয়ার খবর তাদের জীবনে নতুন আলো এনে দিয়েছে। ২০১৪ সালে বিবাহিত জীবন শুরু হলেও সন্তানের আগমন সহজ ছিল না। ২০১৮ সাল থেকে সন্তান পরিকল্পনা করছিলেন সুজিত এবং তাঁর স্ত্রী, কিন্তু চেষ্টা সত্ত্বেও সন্তানের খোঁজ মেলেনি।
সুজিত জানালেন, “খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। ভেবেছিলাম আইভিএফ-এর মাধ্যমে সন্তান নেব। কিন্তু তখন আমার কোমরে সমস্যা হলো, বাবাকে হারালাম। এমনকি সে সময় ‘খাদান’-এর শুটিংও স্থগিত হয়ে গিয়েছিল। সবকিছু যেন এক সঙ্গে থমকে গিয়েছিল।”
২০২৪ সালে আবার শুটিং শুরু হয় এবং তখন স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানের খুশির খবর আসে। পরিচালক জানান, “খাদান মুক্তির পর থেকে অনেক কাজ এসেছে, তবে সন্তানের জন্য বেশ কিছু কাজ বাতিল করেছি। এখন আমাদের কোলে এসেছে সুখবর, বাড়িতে লক্ষ্মী এসেছে।”
সুজিত দত্ত বর্তমানে ‘খাদান ২’-এর বিষয়ে কিছু বলতে রাজি নন। তিনি জানান, সবকিছু ধীরে ধীরে প্রকাশ্যে আসবে। তবে ব্যক্তিগত সুখ ও পেশাগত জীবন মিলিয়ে বর্তমানে তার অনুভূতি এক মিশ্র খুশি ও ধৈর্য্যের।
এসএন