নায়িকার পরনে শিউলিফুল আঁকা শাড়ি। অভিনেতা আরিফিন শুভকে আগলে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। এক বছর আগে স্ত্রী অর্পিতার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন অভিনেতা। তার পর থেকেই ঐশীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শুরু। সেই আলোচনাই আরও উস্কে দিয়েছে তাঁদের এই মুহূর্ত।
এই ছবির মাধ্যমে অভিনেত্রীর প্রতি ভালবাসার কথাও প্রকাশ করেছেন অভিনেতা। তাতেই আলোচনা আরও গভীর হয়েছে। দর্শকের একাংশের মন্তব্য, “অর্পিতার সঙ্গে বিচ্ছেদের নেপথ্যে তা হলে এটাই কারণ?” আবার কেউ লিখেছেন, “নতুন সম্পর্কে জড়ানোর কারণেই স্ত্রীকে ভুললেন?” এ প্রসঙ্গে যদিও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেতা শুভ। আনন্দবাজার ডট কমের তরফেও অনেক বার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু নায়কের তরফে কোনও উত্তর আসেনি।
২০২৪–এর জুলাই মাসে স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন অভিনেতা। তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন, “দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনও কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সঙ্কোচ বোধ করছি। তার পরেও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা, আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি।
জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দু’জনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।”
তবে সূত্র বলছে, আসন্ন ছবির প্রচারের জন্যই নিজেদের প্রেমমাখা ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, রায়হান রাফী পরিচালিত ‘নূর’ ছবিটি মুক্তি পাবে শীঘ্রই। সেই জন্যই এত আলোচনা।
এসএন