ক্ষুধার তীব্র তাড়না সিংহকে যেমন আরও দ্রুত, আরও শক্তিশালী ও আগ্রাসী করে তোলে, মানুষের জীবনেও সাফল্যের ক্ষুধা একইভাবে শক্তি জোগায়, এমনই প্রেরণাদায়ক বার্তা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় অভিনেতা সালমান খান।
তিনি উল্লেখ করেছেন, সিংহ যখন খালি পেটে থাকে, তখনই তার দৌড় সবচেয়ে দ্রুত হয়। খিদে তাকে আরও ভয়ংকর, আরও দৃঢ় করে তোলে। ঠিক তেমনি মানুষের জীবনে সাফল্যের দ্বার না খুলা পর্যন্ত বিরামহীন ছুটে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
বার্তাটিতে উঠে এসেছে এক গভীর বাস্তবতা। জীবনের প্রতিযোগিতায় সাফল্যের ক্ষুধাই মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর ধৈর্যের সমন্বয়েই গড়ে ওঠে সাফল্যের পথ। এই বার্তাটি ছড়িয়ে পড়ার পর অনেকে এটিকে নিজেদের জীবনের সংগ্রাম ও অদম্য ইচ্ছাশক্তির সঙ্গে মিলিয়ে দেখছেন। সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়ায় ভরপুর হয়ে উঠেছে পাতা, বিশেষত তরুণ প্রজন্মের মাঝে।
এমআর/টিএ