মানবিক আচরণ ও সম্মানের মূল্যবোধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি জানান, কেউ তার সঙ্গে ভালো ব্যবহার করলে তিনি আরও ভালো আচরণ ফিরিয়ে দেন।
তবে কেউ খারাপ ব্যবহার করলে তিনি প্রতিশোধ বা নেতিবাচক প্রতিক্রিয়া দেখান না; বরং নীরবে সেই মানুষটিকে উপেক্ষা করার পথ বেছে নেন।
দিতিপ্রিয়ার এই বক্তব্য ইতোমধ্যেই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, নেতিবাচক ব্যবহারের জবাব নীরব উপেক্ষা দিয়ে দেওয়া পরিপক্বতা ও আত্মসম্মানের পরিচয়। অন্যদিকে, অনেক তরুণ-তরুণী বার্তাটিকে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটি বড় শিক্ষা হিসেবে দেখছেন। সম্মান, আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক মানসিকতার বিষয়ে তার মন্তব্য সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে।
এমআর