কিছুটা হতাশাজনক ব্যবসায়িক ফলের পর শ্রীলীলা যেন নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন। শুধু সিনেমায় নয়, নিজের ব্যক্তিত্বেও তিনি এখন আরও দৃঢ়, আরও আত্মবিশ্বাসী। নিজের একটি সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্বেই তা স্পষ্ট করে দিলেন এই তরুণ অভিনেত্রী। একজন অনুসারী জানতে চাইলেন, তিনি কাকে বিয়ে করবেন। শ্রীলীলার উত্তর ছিল সহজ, সরল আর কিছুটা হাস্যরস মেশানো। তিনি বললেন, এমন কাউকে চান যিনি তার অতিরিক্ত ভাবনাগুলোকে বুঝবেন। তার এই অকপটতা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
এ উত্তর অনেক তরুণের মনে দাগ কাটে। কারণ তারা জানে, একদিকে স্বপ্ন, অন্যদিকে অনুভূতি আর চারপাশের প্রত্যাশা—সব মিলিয়ে নিজের জন্য সময় বের করা কতটা কঠিন। শ্রীলীলা সেই কথাটাই নিজের মতো করে বলে দিলেন। বিয়ের তাড়া নেই। সমাজের চাপে দৌড়ানোর প্রয়োজন নেই। এখন তার মনোযোগ ক্যারিয়ার, আত্মজ্ঞান আর নিজের পথ গড়ে তোলায়।
সম্প্রতি আইফি দুই হাজার পঁচিশের উদ্বোধনী শোভাযাত্রায় তাকে দেখা যায় আত্মবিশ্বাসী উপস্থিতিতে। অন্যান্য প্রথিতযশা শিল্পীদের সঙ্গে তিনি এগিয়ে চলছিলেন দৃঢ় ভঙ্গিতে। তার পোশাক, উপস্থিতি আর আচরণে ছিল বিশেষ এক ঝলক, যেন জানিয়ে দিচ্ছে—কিছু ব্যর্থতা তাকে থামাতে পারেনি। বরং আরও গুছিয়ে, আরও শক্ত হয়ে ফিরে আসছেন তিনি।
সব মিলিয়ে শ্রীলীলার এই বর্তমান পথচলা যেন নতুন জন্ম। ব্যর্থতা নয়, মনোযোগ আর আত্মবিশ্বাসই তার নতুন পরিচয়।
এসএন