শুধুমাত্র নিজের কাজের প্রতিফলন গুরুত্বপূর্ণ: আনুশকা শর্মা
মোজো ডেস্ক 11:24AM, Nov 26, 2025
আনুশকা শর্মার একটি মন্তব্য সামাজিক ও বিনোদন জগতের মনোযোগ কেড়েছে। তিনি বলেন, “কেউ কি বলল এগুলো নিয়ন্ত্রণ করা যায় না। শুধু তোমার কাজ করো, নিজের সিদ্ধান্তে এগোও, আর বাকিটা গসিপ হোক।” এই মন্তব্যে অনুষ্কা মূলত সমালোচনা, গসিপ বা বাহ্যিক চাপকে অগ্রাহ্য করে নিজের কাজের প্রতি মনোযোগ দিতে উৎসাহিত করছেন।
বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী দীর্ঘদিন ধরেই নিজের সিদ্ধান্ত এবং কাজের মানকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। মিডিয়া হাউর, সামাজিক জটিলতা বা গসিপের মধ্যে হারিয়ে না গিয়ে অনুষ্কা নিজের ক্যারিয়ারের প্রতিটি ধাপ পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মের অভিনেতা এবং সাধারণ মানুষকেও নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় থাকার বার্তা দেয়।
আনুশকা শর্মার বক্তব্যে স্পষ্ট যে, মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলোর দিকে মনোযোগ না দিয়ে শুধু নিজের পরিশ্রম এবং সিদ্ধান্তে বিশ্বাস রাখা সবচেয়ে কার্যকর পথ। এই মনোভাবই তাকে বলিউডে দীর্ঘদিন ধরে স্থিতিশীল ও সফল রাখছে।