বলিউডের শীর্ষ নায়ক অমিতাভ বচ্চন সম্প্রতি একটি প্রেরণামূলক বার্তা শেয়ার করেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, যতদিন জীবন আছে, ততদিন সংগ্রামও আছে। জীবন মানে লড়াই; সংগ্রাম শেষ হলে জীবনও থেমে যাবে। তাই কখনও লড়াই দেখে ভয়ে আতঙ্কিত হওয়া উচিত নয়।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে অমিতাভ বচ্চন নিজেই প্রমাণ করেছেন অবিরাম পরিশ্রম, ধৈর্য ও স্থির মনোভাবই সাফল্যের মূল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বার্তা পাঠিয়ে তিনি ভক্তদের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস জাগিয়েছেন।
নাটক, সিনেমা বা ব্যক্তিগত জীবনের কঠিন মুহূর্ত সব ক্ষেত্রেই তিনি বারবার দেখিয়েছেন, লড়াইকে স্বাগত জানালে জীবনের আসল রঙ ফুটে ওঠে।