বলিউডে যখন রাজনৈতিক টানাপোড়েন আর ঘৃণার গল্প ঘিরে নতুন বিভাজন তৈরি হচ্ছে, ঠিক তখনই হুমা কুরেশি যেন ফের মনে করিয়ে দিলেন সিনেমার আসল শক্তিটা কোথায়। শুভঙ্কর মিশ্রার সঙ্গে আনপ্লাগড পডকাস্টে তিনি কথা বলছিলেন নিজের কাজের ধরন, চরিত্র বাছাই আর বর্তমান শিল্পের প্রবণতা নিয়ে। কথার একপর্যায়ে হুমা স্পষ্ট জানিয়ে দেন, দর্শকের জীবন যেমনই হোক, সিনেমা তাদের ওপর অতিরিক্ত চাপ চাপাবে না। বরং মনকে হালকা করবে, আনন্দ দেবে, কিছুটা উঁচুতে তুলবে।
তার এই মতামত আসে এমন সময়ে, যখন অনেক নির্মাণেই রাজনৈতিক ঝোঁক, বিভাজনের বয়ান আর উত্তেজনা বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। হুমার ভাষায়, এমন গল্প তৈরি করার দায়ভার তিনি নেবেন না। টাকার লোভ যতই আসুক, তিনি নিজের আত্মাকে বিক্রি করার মতো সিদ্ধান্ত নেবেন না। পডকাস্টে হাস্যরসের আড়ালে বারবারই উঠে এসেছে সেই দৃঢ় অবস্থান।
এই ছোট্ট ক্লিপই মুহূর্তে ভাইরাল হয়। দর্শকদের অনেকেই বলেছেন, শিল্পের জটিল সময়ে এমন স্বচ্ছতা প্রয়োজন ছিল। কেউ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন, হুমা কুরেশি সবসময়ই নিজের কথায় এবং কাজে পরিমিত, সৎ ও সাহসী।
সিনেমার প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়বদ্ধতা আর নিজের অবস্থান নিয়ে স্পষ্টতা—সব মিলিয়ে হুমা কুরেশির এই মন্তব্য বলিউডে ইতিবাচক আলোচনার নতুন পথ খুলে দিল। শোরগোলের ভিড়ে তিনি যেন শান্ত অথচ অটল এক কণ্ঠ, যা গল্প বলার নৈতিকতা নিয়ে সবাইকে আবার ভাবতে বাধ্য করছে।
এসএন