শীত পড়তেই টলিউড তারকাদের ভ্রমণবিলাস আবারও জমে উঠেছে। পাহাড়ের রূপে মুগ্ধ নুসরত জাহান, সমুদ্রের টানে পুরীতে ছুটে গেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সোশাল মিডিয়ার ছবিগুলোই যেন বলে দিচ্ছে তারকারা এখন পুরোপুরি ছুটির মুডে।
নুসরত এ সময়টায় কোথায় পাহাড়ের কোলে ছুটি কাটাচ্ছেন, তা খোলসা না করলেও ছবিতে স্পষ্ট যশ দাশগুপ্ত ও ছেলে ঈশান তার সঙ্গী। বরফঠান্ডা হাওয়ায় পরিবারের সঙ্গে মগ্ন সময় কাটানোর মুহূর্তগুলো তিনি ভাগ করে নিয়েছেন অনুসারীদের সঙ্গে। একসময় দাম্পত্যে অস্থিরতার গুঞ্জন উঠলেও, সব জল্পনা উড়িয়ে দুজনেই আবারও একসঙ্গে হাসিমুখে ধরা দিয়েছেন।
অন্যদিকে কাঞ্চন মল্লিক সপরিবারে পাড়ি জমিয়েছেন পুরীর সমুদ্রতটে। স্ত্রী শ্রীময়ী, মেয়ে কৃষভি এবং শাশুড়িমাকে নিয়ে মাত্র দু’দিনের সফর হলেও, ছবিগুলোতে ফুটে উঠেছে তাদের উচ্ছ্বাস। ঢেউয়ের সামনে দাঁড়িয়ে কৃষভির বিস্ময়ভরা চোখ এবং হাসি যেন সফরের সেরা আকর্ষণ। কখনও দিদার কোলে, কখনও বাবা মায়ের হাত ধরে ছোট্ট কৃষভিও মেতে উঠেছে সমুদ্রের আনন্দে।
শীতের প্রথম ভাগেই তারকাদের এই ভ্রমণ ছবিগুলো সোশাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। পাহাড়ের নীরবতা ও সমুদ্রের গর্জনের মাঝেই তারকারা যেন খুঁজে নিচ্ছেন নিজেদের পুনরুজ্জীবিত মুহূর্ত।
আরপি/টিকে