লাল টুকটুকে বেনারসিতে ‘লাজে রাঙা’ কনে। ঠিক সেই সাজেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন ‘কিশোরী’ খ্যাত গায়িকা অন্তরা মিত্র। বাইপাস-সংলগ্ন কলকাতার এক বিলাসবহুল হোটেলে মঙ্গলবার রাতে বসেছিল বিয়ের আসর। পরিবারের মানুষ আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে অগ্নিসাক্ষীকে সামনে রেখে সাতপাকে বাঁধা পড়লেন অন্তরা ও শৌর্য।
বিয়ের প্রতিটি রীতিই ছিল পুরোপুরি সাবেকি। আশীর্বাদ পর্ব, আইবুড়োভাত, গায়ে হলুদ সব জায়গাতেই অন্তরার সাজ নজর কেড়েছে অনুরাগীদের। মঙ্গলবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিল তাঁর বিয়ের প্রস্তুতির নানা মুহূর্ত। অবশেষে রাতের লগ্নে ছাঁদনাতলায় কনে সাজে দেখা গেল অন্তরাকে। লাল বেনারসি আর মানানসই সোনার গয়নায় তাঁর দিকে চোখ ফেরানো ছিল দায়। নিয়ম মেনে মালাবদল, সিঁদুরদান পর্বও সম্পন্ন হয়েছে শান্ত, সরল পরিবেশে।
শৌর্য, যিনি পেশায় আইটি-র সঙ্গে যুক্ত এবং বেঙ্গালুরুতে কর্মরত, খুব বেশি দিন হয়নি অন্তরার জীবনে এসেছেন। মাত্র মাসখানেক আগে শুরু হওয়া বন্ধুত্বই রূপ নিয়েছে প্রেমে, এরপর বিয়েতে। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন নবদম্পতি।
শোনা যাচ্ছে, খুব শিগগিরই মধুচন্দ্রিমায় যেতে পারেন অন্তরা-শৌর্য। আর ডিসেম্বরেই হতে পারে ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে বিশেষ রিসেপশনের আয়োজন। আপাতত ‘সা রে গা মা পা’-র বিচারকের আসন থেকে কিছুদিনের ছুটি নিচ্ছেন গায়িকা।
গায়ে হলুদ থেকে সিঁদুরদান প্রতিটি মুহূর্তেই ধরা দিয়েছে আনন্দ, আবেগ আর অন্তরার স্বাভাবিক লাজুক হাসির ঝলক। কিশোরীর সুরেলা কণ্ঠ ছাপিয়ে এবার তাঁর কনে সাজেই মুগ্ধ অনুরাগীরা।
আরপি/টিকে