সোশাল মিডিয়ার ঝলমলে দুনিয়া অনেক সময়েই তারকাদের ব্যক্তিগত সীমানাকে ধুলায় মিশিয়ে দেয়। অথচ নিজের পরিচিতি, জনপ্রিয়তা আর বহু বছরের কঠোর পরিশ্রমে তৈরি মর্যাদাকে যে কেউ ভুলভাবে ব্যবহার করলে ব্যথাটা যে কতখানি গভীর, তা খুব কাছ থেকে টের পেলেন শিল্পা শেঠি। এই ব্যথার গ্লানি নিয়েই অবশেষে আইনের দরজা ঠুকতে বাধ্য হলেন অভিনেত্রী।
শিল্পার অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই বহু সংস্থা এবং অজানা ওয়েবসাইট ব্যবহার করছে তাঁর ছবি আর ভিডিও। কোথাও বিজ্ঞাপনে, কোথাও আবার মর্ফ করে তৈরি করা বিভ্রান্তিকর কনটেন্টে সব জায়গাতেই যেন অনায়াসে তুলে ধরা হচ্ছে তাঁর মুখ। অথচ এর একটির জন্যও তিনি কোনও অনুমতি দেননি। নিজের গড়ে তোলা সুনামকে এমনভাবে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছিল যে হঠাৎ করেই যেন ভেঙে পড়েছিল ব্যক্তিগত সুরক্ষার সব দেয়াল।
এই অবস্থায় আর চুপ করে থাকেননি শিল্পা। তাঁর আইনজীবী ইতিমধ্যেই জানিয়েছেন, বহুদিনের পরিশ্রমে তৈরি করা পরিচিতিকে কেউ যদি নিজের স্বার্থে ব্যবহার করে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনও পথ খোলা নেই। তাই অভিনেত্রী সুরক্ষার দাবি জানিয়ে হাজির হয়েছেন মুম্বই হাইকোর্টে। চেয়েছেন নিজের পরিচিতিকে আইনি ছায়া দেওয়ার সুযোগ।
অভিনেত্রী যে এমন সমস্যার মুখোমুখি একা নন, তাও মনে করিয়ে দিয়েছে এই ঘটনা। এর আগেও ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনাক্ষী সিনহা, হৃতিক রোশান, অক্ষয় কুমার অনেকেই একই পরিস্থিতিতে আদালতের আশ্রয় নিতে বাধ্য হন। তবে শিল্পার ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল, কারণ স্বামী রাজ কুন্দ্রকে ঘিরে নানা অভিযোগ আগেই তাঁদের পরিবারকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে ফেলেছে।
তারপরও শিল্পার দৃঢ় অবস্থান বলে দিচ্ছে, নিজের মর্যাদা এবং ব্যক্তিগত পরিচিতির সুরক্ষায় তিনি কোনও আপস করবেন না। এই লড়াই শুধু তাঁর নয় যে কোনও জনপরিচিত মানুষের নিজের অস্তিত্বকে সুরক্ষিত রাখার সংগ্রামই যেন আজ আরও স্পষ্ট হয়ে উঠল তাঁর এই পদক্ষেপে।
আরপি/টিকে