অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় নতুন চরিত্রে অভিনয় করতে গিয়ে এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তিনি জানান, চরিত্রের প্রয়োজনে গায়ের রঙে বড় পরিবর্তন আনতে হয়েছে, যা প্রথমে তাঁর কাছে অস্বস্তিকর মনে হলেও এখন তা বেশ স্বাভাবিক লাগছে। সুদীপ্তার ভাষায়, এই প্রস্তুতি তাঁর জন্য নতুন এক অনুভূতির দরজা খুলে দিয়েছে।
চরিত্রটির সংলাপে বিশেষ ধরনের টান ও উচ্চারণের প্রয়োজন ছিল। সে বিষয়ে তিনি বলেন, তাঁদের বাড়ির বেশ কয়েকজন পরিচারিকা ক্যানিং অঞ্চলের, যাঁদের কথার টানের সঙ্গে তাঁর চরিত্রের মিল রয়েছে। নিয়মিত তাঁদের সঙ্গে কথা বলার অভ্যাস থাকায় সংলাপ রপ্ত করতে তেমন অসুবিধা হয়নি। বরং নতুন এই রূপে অভিনয় করতে পেরে তিনি বেশ আনন্দই পাচ্ছেন।
এবি/টিকে