অভিনেতা চঞ্চল চৌধুরী মানেই দর্শকের কাছে আলাদা প্রত্যাশা। তার নতুন সিনেমা ‘দমে’ও যে দারুণ কিছু দেখাবেন দুই বাংলা জনপ্রিয় এ অভিনেতা সিটি নিয়েও কোন সন্দেহ নেই।
রেদোয়ান রনি পরিচালিত এ শুটিং করতেই প্রায় ৩০ ঘণ্টার দীর্ঘ যাত্রা পেরিয়ে প্রথমবারের মতো কাজাখস্তানে পৌঁছেছেন চঞ্চল।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সেখান থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
অভিনেতা বলেন, ‘এখানকার তাপমাত্রা মাইনাসে। এর মধ্যেই শুটিং করতে হবে’।
চঞ্চল চৌধুরী জানান, গত মঙ্গলবার ভোরে ঢাকার বাসা থেকে বের হন তিনি। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তিনি ঢাকা থেকে শারজাহ হয়ে কাজাখস্তান পৌঁছান। এরপর বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পৌঁছাতে লেগে যায় আরও ৭ ঘণ্টার মতো।
তিনি বলেন, ‘আমার জীবনে এত লম্বা জার্নি কখনো করিনি। ট্রানজিট ও টানা ভ্রমণে মোটামুটি হাঁপিয়ে উঠি। কী যে ঠান্ডা এখানে, এই মুহূর্তে মাইনাস টু। তবে মাইনাস টু হলেও ফিল লাইক ৭–৮–এর মতো। আমার জীবনে এত ঠান্ডার মধ্যে শুটিং করিনি। এবার হয়তো অন্য রকম অভিজ্ঞতা হবে।’
কথা প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘ঠান্ডা জানতাম, কিন্তু এতটা ঠান্ডা হবে বুঝতে পারিনি। আমি যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছি, কয়েকটা জামা পরেছি, তারপরও ঠান্ডা মানানো যাচ্ছে না। বিমানবন্দরে নেমে ঠান্ডার তীব্রতা বুঝতে পেরেছি। তবে দিনের আবহাওয়া আবার একটু অন্য রকম।’
এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে কাজাকস্তানের শীতের কথা তুলে ধরেছেন অভিনেতা।
তিনি লিখেছেন, ‘কাজাকস্তান পৌঁছাতেও ‘দম’ লাগে। রাস্তা যেন শেষই হয় না! আর পৌঁছানোর পর, এত শীত সইবো কেমন করে!’
গতকাল কাজাকস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন চঞ্চল। সে খবরও জানিয়েছিলেন ফেসবুকে। মুখোশে ঢাকা নিজের একটি ছবি প্রকাশ করে লিখেছিলেন, ‘শুরু হলো ‘দম’ এর যাত্রা। গন্তব্য কাজাকস্তান!’
এবার পৌঁছেই শীতের কবলে অভিনেতা।
‘দম’-এর প্রযোজনায় এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকি।
চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি প্রমুখ।
আরপি/এসএন