গত এপ্রিল মাসে ‘বুলেট সরোজিনী’তে মহাচমক দিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। সবে ‘রাগিনী চ্যাটার্জি’ হিসেবে পথ চলা শুরু করেছিলেন। কিন্তু একমাসও পেরনোর আগেই সিরিয়াল থেকে বেরনোর ঘোষণা করেন অভিনেত্রী। এবার ফের ছোটপর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন কাঞ্চনপত্নী।
কানাঘুষো, ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে এক বিশেষ চরিত্রে ধরা দেবেন শ্রীময়ী চট্টরাজ। প্রসঙ্গত, দিন কয়েক আগেই জানা গিয়েছে যে, এই সিরিয়ালের হাত ধরেই ‘গাঁটছড়া’ জুটি গৌরব-শোলাঙ্কি ফিরতে চলেছেন। এবার সংশ্লিষ্ট ধারাবাহিকে শ্রীময়ীর যোগ দেওয়ার খবর শোনা গেল। যদিও অভিনেত্রী এখনও পর্যন্ত এপ্রসঙ্গে কিছু জানাননি। কিংবা কোন চরিত্রে ধরা দেবেন তিনি? সেই উত্তরও অধরা। তবে ‘বুলেট সরোজিনী’র পর শ্রীময়ীর ছোটপর্দায় প্রত্যাবর্তনের দিকে নজর থাকবে।
উল্লেখ্য, এই ধারাবাহিকে শোলাঙ্কির চরিত্রের নাম ‘এলা’। গৌরবের চরিত্রের নাম ‘গোরা’। দু’জন দুই মেরুর মানুষ। হাসিখুশি স্বভাবের মেয়ে এলা, ভালোবাসে ভালোবাসতে। অন্যদিকে গোরা আবার একেবারেই ভালোবাসায় বিশ্বাসী নয়। কঠিন মোড়কে ঢেকে রাখে নিজেকে। এই দুই মেরুতে থাকা দু’টি মানুষের কাছে আসার গল্পই বলবে নতুন ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’। সেখানে শ্রীময়ীকে কেমন চরিত্রে পাওয়া যাবে? নজর থাকবে সেদিকে।
প্রসঙ্গত, গৌরব-শোলাঙ্কির নতুন ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’ আগামী ১ জানুয়ারি থেকে সম্প্রচার শুরু হবে টেলিভিশনের পর্দায়। অনেক দিন আগেই ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। তবে তখন থেকেই সকলের মনে প্রশ্ন ছিল যে, কবে এই জুটি পর্দায় আসবে? কবে থেকে হবে তাঁদের ধারাবাহিকের সম্প্রচার? এবার যাবতীয় প্রশ্নের উত্তর মিলল। নতুন বছরে রাত সাড়ে ন’টায় টেলিভিশনের পর্দায় দেখা যাবে ‘মিলন হবে কতদিনে’। অন্যদিকে এই ধারাবাহিক শুরুর সঙ্গে সঙ্গে পর্দায় জার্নি শেষ হবে ‘অনুরাগের ছোয়া’র।
এসএন