সোমরাজ মাইতির কয়েকটি সহজ, কিন্তু গভীর কথাই যেন নতুন করে ভাবতে বসিয়েছে ভক্তদের। সম্পর্ক নিয়ে তার দৃষ্টিভঙ্গি একেবারেই বাস্তবসম্মত আর সেই কারণেই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে অভিনেতার এই বক্তব্য।
তিনি লিখেছেন, সম্পর্ক থাকলে তা ধরে রাখার দায় শুধু একজনের নয়, দুই জনেরই। চেষ্টা সমান হলে তবেই পথ একসঙ্গে চলে। কিন্তু সময়ের সঙ্গে কারও মনে অন্য কাউকে ভাল লাগতে পারে, দুজনের মনোভাব বদলে যেতে পারে, আর সেই বদলে যাওয়া পথে আলাদা হওয়ারও সুযোগ থাকে। আর এই আলাদা হওয়াকে তিনি কোনও অপরাধ নয়, বরং জীবনের স্বাভাবিক পরিবর্তন হিসেবেই দেখছেন।
অভিনেতার এই সরল ব্যাখ্যা অনেকের কাছে আজকের সম্পর্কের বাস্তবতা যেখানে বোঝাপড়া, সম্মান আর ব্যক্তিগত স্বাধীনতা একসঙ্গে চলে। তার কথায় উঠে এসেছে, সম্পর্ক ভাঙলেও তাতে দোষ খোঁজার কিছু নেই; বরং মানুষ হিসেবে পরিবর্তনকে স্বীকার করাই পরিণত মানসিকতার প্রকাশ।
এমকে/এসএন