‘নারী চরিত্র বেজায় জটিল’, এই কথাটি বেশ প্রচলিত। আর সেই কথাই যদি টালিউডের কোনো সিনেমার নাম হয়! অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স নিয়ে আসছে নতুন ছবি, ‘নারী চরিত্র বেজায় জটিল’। এবার প্রকাশ পেল সিনেমাটির প্রি টিজার। প্রকাশ হওয়ার পর থেকেই প্রি টিজারটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে।
প্রি টিজারে দেখা যায় অভিনেতা অঙ্কুশ হাজরা মা কালির ছবির সামনে দাঁড়িয়ে বলেন, আপনার জন্য... না না আপনি শুয়ে থাকুন। আপনি মহিলার পায়ের তলায় এভাবেই শুয়ে থাকুন। আপনার জন্য চৌদ্দ পুরুষ আজকে সব মেয়েদের পায়ের তলায় পিষে পিষে মরছে। হিমালয় গিয়ে ধ্যান করছেন আপনি, নেমে আসুন, নেমে এসে এদের সাথে একবার সংসার করে দেখুন, যদি দুদিনও টিকতে পারেন তাহলে আমি আমার কান কেটে দিবো।
এই কথার পরেই ঘটে চমকপ্রদ ঘটনা। মা কালির থাপ্পড় এসে পড়লো অঙ্কুশের গালে।
এই ছবির গল্প আবর্তিত হবে ঝন্টু বলে একটি চরিত্রকে নিয়ে। ঝন্টু যথেষ্ট চটপটে ও চৌখস হলেও, তার আশেপাশে থাকা নারীদের সে কিছুতেই বুঝে উঠতে পারে না। এটাই তার জীবনের সমস্যা। কেবল প্রেমিকা নয়, আশপাশে থাকা যেকোনো মহিলাকেই ঝন্টু সঠিকভাবে বুঝে উঠতে পারে না। তার এই মেয়েদের বোঝার সফর নিয়েই এগিয়ে যাবে গল্প, ‘নারী চরিত্র বেজায় জটিল’।
এই ছবিটি নিয়ে অঙ্কুশ বলছেন, আমার সিনেমার সফরে কখনও অ্যাকশন এসেছে, কখনও আবার পারিবারিক গল্প। মজার গল্প। ‘মির্জা’ ছবির হাত ধরে আমরা অ্যাকশনকে নিয়ে এসেছিলাম। আর এবার হাসির ছবির পালা।
‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমার মুখ্যভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনকে। রয়েছেন সোহিনী সেনগুপ্ত ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও। সিনেমাটি ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাবে।
কেএন/এসএন