২০২৫ সালের পার্টি অ্যান্থেম যেন আগাম হাজির! মুক্তি পেয়েছে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবির শিরোনাম গান। জয়পুরের রঙিন পটভূমিকে কেন্দ্র করে তৈরি এই গানে কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডের উপস্থিতি পর্দায় যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। দু’জনের প্রাণবন্ত নাচ, তালমিল, চোখে পড়ার মতো কেমিস্ট্রি আর অনন্যার সাবলীল গ্ল্যামার প্রথম ফ্রেম থেকেই দর্শকের মন কাড়ে।
এই গানের অন্যতম আকর্ষণ কার্তিকের নতুন শারীরিক গঠন, যা প্রকাশ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনন্যাও নিজের নাচের মুদ্রা আর পর্দায় উপস্থিতি দিয়ে সমানভাবে ছাপ ফেলেছেন।
বিশাল–শেখরের সুরসৃষ্টির স্বাক্ষর আর শেখর রাভজিয়ানির তেজস্বী কণ্ঠ মিলে গানটিকে দিয়েছে আলাদা মাত্রা। দ্রুতগতির বিট, রঙিন দৃশ্যায়ন এবং তারকাখচিত উপস্থাপনা—সব মিলিয়ে গানটি ইতিমধ্যেই উৎসব, পার্টি আর সামাজিক মাধ্যমে জায়গা করে নেওয়ার মতো শক্তি দেখিয়েছে।
সব মিলিয়ে শিরোনাম গানটি যে এই মৌসুমের সবচেয়ে জনপ্রিয় পার্টি সংগীতে পরিণত হতে চলেছে, তা বলাই যায়।
এবি/টিকে