নতুন সিনেমার শুটিংয়ে নামলেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা আরিফিন শুভ। যে সিনেমায় তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমকে।
দীর্ঘদিন আলোচনার বাইরে থাকা শুভ এ বছর ঈদুল আযহায় ‘নীলচক্র’ মুক্তির মধ্য দিয়ে আলোচনায় আসেন। অন্যদিকে দুবছর আগে ‘অন্তর্জাল’ এবং কলকাতার ‘মানুষ’-এর পর আর নতুন সিনেমায় পাওয়া যায়নি বিদ্যা সিনহা মিমকে। এবার তাদের জুটিবদ্ধ হওয়ার খবরে উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরা।
সূত্র বলছে, নতুন এই সিনেমায় এবার শুভ হাজির হচ্ছেন পুরোপুরি অ্যাকশন অবতারে। ‘আব্বাস’, ‘লোকাল’ সিনেমাগুলোর পরিচালক সাইফ চন্দন পরিচালিত শুভর এই সিনেমার বর্তমানে রাজশাহী ও নাটোর অঞ্চলে শুটিং চলছে।
এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো একসঙ্গে বড়পর্দায় অভিনয় করছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে তারা দুজনে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় জুটি বেঁধেছিলেন।
এই সিনেমার শুটিংয়ের একটি ছবি ফাঁস হয়েছে।যে ছবিতে দেখা যাচ্ছে, শুভর লম্বা চুল, পুরো শরীর রক্তমাখা, দুহাতে রক্তাত্ব কুড়াল। যদিও এই সিনেমার ব্যাপারে সংশ্লিষ্ট কেউ মুখ খোলেননি। পরিচালক সাইফ চন্দন দেশের একটি গণমাধ্যম অনলাইনকে বলেন, এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলার নেই।
তবে সূত্র বলছে, শুভ-মিম অভিনীত নাম ঠিক না হওয়া সিনেমাটির প্রাথমিকভাবে একাধিক নাম রাখা হয়েছিল। সবকিছু ঠিক থাকলে শুভ-মিমের এই সিনেমার নাম রাখা হতে পারে ‘মালিক’। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্যে ইতোমধ্যে সপ্তাহখানেক শুটিং সম্পন্ন করা হয়েছে। একটানা শুটিংয়ে পুরো কাজ শেষ হবে।
মারা গেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় গান ‘একটা চাদর হবে চাদর’ গানের শিল্পী জেনস সুমন। শুক্রবার বিকেলে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
সুমনের মৃত্যুর খবর দেশের একটি গণমাধ্যম অনলাইনকে নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী কিশোর পলাশ। তিনি বলেন, সকালে অসুস্থতা অনুভব করলে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিউটে তাকে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
দীর্ঘদিন অভিমান করে গান থেকে দূরে থাকলেও গত দুইবছর নিয়মিত নতুন গান তৈরির সঙ্গে যুক্ত ছিলেন জেনস সুমন, জানিয়েছেন কিশোর পলাশ।
২০০২ সালে ‘একটা চাদর হবে চাদর’ গানটি প্রকাশ হয়। এ গানটি বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর সাড়া ফেলে। আলোচনায় চলে আসেন জেনস সুমন।
জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। এরপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। জেনস সুমন তাঁর কণ্ঠের পাশাপাশি নামের কারণেও ছিলেন আলোচিত।
টিজে/টিকে