বরিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ আগামী ২ ডিসেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার লক্ষ্যে আজ সোমবার (১ ডিসেম্বর) বরিশাল শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজকরা বলেন, দেশের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকট মোকাবেলায় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। জাতীয় সিদ্ধান্ত গ্রহণে গণভোটকে চূড়ান্ত পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠার দাবিও তারা পুনর্ব্যক্ত করেন।
আয়োজকরা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও দুঃশাসন প্রতিরোধ এবং গণ-অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সম্পৃক্ত করতেই এ সমাবেশের আয়োজন।
তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারি আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, পিআর পদ্ধতিতে নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণ-অভ্যুত্থান, শাপলা ট্র্যাজেডি ও বিডিআর হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের ‘ফ্যাসিবাদের সহযোগী’ বলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক কার্যক্রম স্থগিতের দাবি।
আয়োজকরা জানান, বরিশাল বিভাগের ছয় জেলার নেতাকর্মী, আলেম-ওলামা, তরুণসমাজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। তাদের আশা ১০ লাখের বেশি মানুষের সমাগমে বরিশালে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।
সমাবেশস্থলে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। আগতদের জন্য অজু, সেনিটেশন ব্যবস্থা রাখা হয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলো রয়েছে।
নেতারা বলেন, সমাবেশটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় থাকবে।
তারা সংঘাত বা উসকানির রাজনীতির বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মদ লোকমান হাকীম, জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. জোবায়ের গালিব, মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি বরিশাল জেলা সভাপতি মুহাম্মদ মনির হোসেনসহ সমমনা আট দলের নেতারা।
এমকে/এসএন