বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) প্রথম পর্বের খেলা শেষে এখন চলছে বিরতি। ৬ ফেব্রুয়ারি মাঠে গড়ানোর কথা লিগের দ্বিতীয় পর্ব। সে অনুযায়ী সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার আগে ৩ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ ফেডারেশন কাপের ম্যাচ। শনিবার নতুন করে সিদ্ধান্ত আসে স্বাধীনতা কাপ নিয়ে।
এদিন বাফুফের পেশাদার লিগ ব্যবস্থাপনা কমিটির ষষ্ঠ সভা বসে। যেখানে সিদ্ধান্ত হয় ১৬ দল নিয়ে হবে স্বাধীনতা কাপ। যে আসরটি দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে ঘরোয়া ফুটবল মৌসুমের।
পেশাদার লিগের ১০ দল, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সেরা দুই দল, জাতীয় চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ও তিন বাহিনীকে আমন্ত্রণ জানানো হবে স্বাধীনতা কাপে। এই প্রতিযোগিতায় খেলতে পারবে কেবল স্থানীয় ফুটবলাররা।
শনিবার সভা শেষে সিদ্ধান্তগুলো জানান পেশাদার লিগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। তিনি বলেন,
‘এবার লিগ শেষে আমরা স্বাধীনতা কাপ আয়োজন করবো। শুরুর সম্ভাব্য তারিখ ৫ মে। আর শেষ হবে ২৩ মে। স্বাধীনতা কাপে বিএফএল-এর ১০ দলের বাইরেও তিনটি সার্ভিসেস টিমকে (বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী) আমন্ত্রণ জানাবো। এছাড়া এই প্রতিযোগিতা শুরুর আগেই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলা শেষ হয়ে যাবে। বিসিএল এর চ্যাম্পিয়ন ও রানার্সআপকে আমরা আমন্ত্রণ জানাবো। পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যারা চ্যাম্পিয়ন হবে তারাও আমন্ত্রণ পাবে। ১৬টি দল নিয়ে স্বাধীনতা কাপ হবে দেশের চারটি ভেন্যুতে।’
টিজে/টিএ