নানি ভক্তদের জন্য সুখবর। বহুল প্রতীক্ষিত ছবি ‘প্যারাডাইস’-এর ডিজিটাল সম্প্রচারের সঙ্গী হিসেবে নেটফ্লিক্সকে চূড়ান্ত করা হয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি নেটফ্লিক্সে দেখা যাবে, যা মুক্তি-পরবর্তী যাত্রায় ছবির জনপ্রিয়তাকে আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওডেলা শ্রীকান্তের পরিচালনায় নির্মিত ‘প্যারাডাইস’ প্রযোজনা করেছে এসএলভি সিনেমাস। নির্মাতাদের দাবি, এই ছবি দর্শকদের জন্য দৃশ্যগতভাবে আকর্ষণীয় এবং আবেগে ভরপুর এক অভিজ্ঞতা হতে চলেছে।
নানির বিপরীতে নারী চরিত্রে অভিনয় করছেন কায়াদু লোহার। নতুন এই জুটি ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়েছে।
ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। তাঁর সুর মানেই আলাদা উন্মাদনা, যা ‘প্যারাডাইস’-কে আরও শক্ত ভিত দেবে বলে মনে করা হচ্ছে। একের পর এক হৃদয়ছোঁয়া ছবি উপহার দিয়ে নানি যে ধারাবাহিকতা তৈরি করেছেন, এই ছবিও তার ব্যতিক্রম হবে না বলেই আশা বাণিজ্য মহলের।
সব মিলিয়ে ‘প্যারাডাইস’ শুধু প্রেক্ষাগৃহেই নয়, মুক্তির পর ডিজিটাল পর্দাতেও বড় ঢেউ তুলতে প্রস্তুত।
ইউটি/টিএ