গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন এই দুই তারকা ক্রিকেটার। প্রতিভা থাকা সত্ত্বেও টেস্ট ক্রিকেট থেকৈ তাদের অবসরের সিদ্ধান্তে হতাশ ভক্ত-সমর্থকরা।
রোহিত শর্মা এবং বিরাট কোহলি এখন শুধু ওয়ানডে ম্যাচ খেলেন। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন এই দুই সাবেক অধিনায়ক। অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যানের নান্দনিক পারফরম্যান্সে গতকাল রাঁচিতে ৩৪৯ রানের রেকর্ড গড়ে ভারত। দলের হয়ে ৫৭ রান করেন রোহিত। আর ২৮০ দিন পর সেঞ্চুরি করেন বিরাট কোহলি। তিনি ক্যারিয়ারে ইতোমধ্যে ৮৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে টসের পর বিরাট কোহলি ও রোহিত শর্মার ভূঁয়সী প্রশংসা করেছেন ভারতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুল। তিনি বলেন,রোহিত ও কোহলির গুরুত্ব আমাদের দলে খুব বেশি। ওদের মতো সিনিয়র ক্রিকেটার সাজঘরে থাকলে সকলের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। ওদের অভিজ্ঞতা দলের সকলকে অনেক সাহায্য করে। তাই ওদের পেয়ে আমি খুব খুশি।
খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লোকেশ রাহুল বলেন, রোহিত আর কোহলিকে এভাবে খেলতে দেখলে খুব মজা লাগে। ওরা যে স্বাধীনতা নিয়ে খেলে সেটা গোটা ক্যারিয়ার জুড়েই করেছে। নতুন কিছু নয় ওদের কাছে। অনেক দিন ধরে ওদের চোখের সামনে দেখছি। সাজঘরে ওদের দেখতে পাওয়া আমার কাছে সব সময়েই খুব মজার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বোর্ডের পোস্ট করা ভিডিও বার্তায় তারকা স্পিনার কুলদীপ যাদব বলেন, বিরাট কোহলি ভাই যখন অধিনায়ক তখন আমার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়। যেভাবে উনি ট করল, দেখে মনে হল আট নয় বছর আগের দিনে ফিরে গিয়েছেন। ঠিক যেভাবে ২০১৭-২০১৮ সালের দিকে ব্যাট করতেন। রাঁচিতে আজ অসাধারণ একটা ইনিংস খেলল। ওনাকে দেখে খুব আত্মবিশ্বাসী মনে হয়েছে। অসাধারণ সব শট বের হয়েছে ওনার ব্যাট থেকে।
ভারতীয় এই চায়নাম্যান বোলার আরও বলেন, কোহলি দলে থাকলে খুব ভালো লাগে। সব সময় কোনও না কোনও পরামর্শ পাওয়া যায়। বোলিংয়ের সময়ও উনি এসে বলে যায় কী করতে হবে। ওনার মতো সিনিয়ররা পাশে থাকলে সব সময়েই ভালো। দলের মধ্যেও আলাদা শক্তি এবং স্ফূর্তি আসে। ওনাকে পেয়ে আমরা ভাগ্যবান।
ভারতীয় তারকা তিলক ভার্মা বলেন, আমরা কোহলির অন্যতম সেরা ইনিংস দেখতে পেলাম। প্রথমবার সামনে থেকে কোহলি ভাইয়ের শতরান দেখতে পেয়ে খুব খুশি। গত ১৭ বছর ধরে দুর্দান্ত খেলে যাচ্ছেন উনি। ব্যাটিং, ফিল্ডিং, সব কিছুতে সেরা। সব সময়ে নিজেকে সকলের আগে রাখতে ভালবাসেন। অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে। সামনে থেকে ওনার খেলা দেখা ভাগ্যের ব্যাপার। আমি চেষ্টা করি যতটা সম্ভব ওর সঙ্গে কথা বলে কিছু না কিছু শিখতে।
ইএ/এসএন