সংস্কার ইস্যুতে নানান সমালোচনার মুখে পড়লেও অন্তর্বর্তী সরকার ‘অনেক বেশি’ সংস্কার করে ফেলেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সোমবার (১ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদেরকে এসব কথা বলেন।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমার ধারণা, অন্তর্বর্তী সরকার অনেক বেশি সংস্কার করে ফেলেছে। অনেক উচ্চবিলাসী সংস্কার করেছে। নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা একটু কঠিন হতে পারে।
উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যেমন বিচার বিভাগকে স্বাধীন করার একটা অধ্যাদেশ হলো। তাদের হাতে বেশি স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে কি-না তা নতুন সরকার এসে নিশ্চয়ই আবার দেখবে। তবে কিছু ক্ষেত্রে অস্বস্তিকর মনে হতে পারে।
তবে এই সরকারের বেশির ভাগ সংস্কার কিংবা সংস্কারের নির্যাস নতুন সরকার গ্রহণ করবে বলেই আশা রাখেন তিনি।
পিএ/টিএ