বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হতে বাকি মাসখানেকেরও কম। এবারের আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে গতকাল (রোববার) এক যুগ পর আবারও বিপিএলে নিলাম আয়োজিত হয়েছে। যেখান থেকে নিজেদের পরিকল্পনা ও টিম কম্বিনেশন অনুযায়ী ক্রিকেটার দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এবারের নিলাম নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল অনেক। সেই আগ্রহ থেকেই বেশ আলোচনা হয়েছে নিলামকে ঘিরে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হয়তো, নাঈম শেখ সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়েছে এই বিষয়টি নিয়ে। ‘এ’ ক্যাটাগরিতে প্রথম ডাকেই এই ব্যাটারের দাম ওঠে ১ কোটি দশ লাখ টাকা। তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনা।
তবে নাঈম শেখকে নিয়ে কি এতটা সমালোচনা হওয়া উচিত? এটা সত্য, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন এই বাঁহাতি ক্রিকেটার। কিন্তু যখন ঘরোয়া ক্রিকেটের কথা আসবে, তখন নাঈম শেখকে অবশ্যই বিবেচনায় নিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিগুলো। পরিসংখ্যান কথা বলে তার হয়ে।
বিপিএলের গত আসরে খুলনা টাইটানসের হয়ে খেলেছেন নাঈম। ১৪ ম্যাচে ৪২.৫৮ গড়ে তার রান ৫১১। স্ট্রাইক রেট ছিল ১৪৩.৯৪! নামের পাশে আছে ১ শতক ও ৩ অর্ধশতক। এর আগের আসরেও ১২ ম্যাচে করেছিলেন ৩১০ রান। এখন পর্যন্ত বিপিএলে ৬২ ইনিংসে ২৬.৯৪ গড়ে নাঈম করেছেন ১৫০৯ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে নাঈমকে নিয়ে সমালোচনা আছে অনেক। তার স্ট্রাইক রেট আধুনিক টি-টোয়েন্টির সাথে মানানসই না এটা নিয়েও আছে সমালোচনা। তবে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নাঈম সবসময়ই নিজেকে প্রমাণ করেছেন। তার পুরস্কার পেয়েছেন এবারের নিলামে। তাই এবারও বিপিএলে সব সমালোচনার জবাব মাঠেই দিতে চাইবেন এই ক্রিকেটার।
পিএ/টিএ