৩৭ বর্ষী বিরাট কোহলি এবং ৩৮ বর্ষী রোহিত শর্মা, অবসরের কাছাকাছি আছেন। টেস্ট ও টি-টুয়েন্টি জার্সি তুলে রেখেছেন দুজনই। এখন দাপটের সাথে ভারতের ওয়ানডে দলে টপ অর্ডার সামলে চলেছেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে তারা থাকবেন কিনা, সে নিয়ে আলোচনার শেষ নেই। সবশেষ জবাব দিলেন দলটির ব্যাটিং কোচ সিতাংশু কোটাক।
রোববার সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে কোহলি এবং রোহিতের ব্যাটিং নৈপুণ্যে ৩৪৯ রানের পুঁজি গড়েছিল ভারত। জয় নিয়েও মাঠ ছেড়েছে। ম্যাচে ছক্কায় রেকর্ড গড়েছেন রোহিত। ২৭৭ ম্যাচে ৩৫২ ছক্কা হাঁকিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ শিখরে এখন তিনি। সেদিন আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৩তম শতকের দেখা পেয়েছেন কোহলি। ওয়ানডেতে ৫২তম শতক তার, ১২০ বলে ১৩৫, ১১ চার ৭ ছক্কায়।
রোহিত-কোহলিকে ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে কিনা, পরে এমন প্রশ্নে ব্যাটিং কোচ বলেছেন, ‘জানি না কেন এসব নিয়ে ভাবতে হবে। তারা দারুণ ব্যাট করছেন। আপাতত ভবিষ্যৎ নিয়ে কথা বলার কোন কারণই দেখি না।’
‘কোহলি যেমন ব্যাট করছেন, সেটা দারুণ। আমি সত্যিই বিশ্বকাপ নিয়ে ভাবছি না। যেভাবে পারফর্ম করছেন, যেভাবে ফিটনেস ধরে রাখছেন, এতে এমুহূর্তে কোন প্রশ্নই ওঠে না।’
দলে এখনও রোহিত এবং কোহলি দারুণ প্রভাব রয়েছে। তাদের ব্যাটিং এখনও দলকে বড় সংগ্রহ গড়তে সাহায্য করছে। সিতাংশু বলেছেন, ‘তারা দুজনই অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। তাদের থাকা, তাদের জুটি, এসবই দলের জন্য বিশাল পরিবর্তন আনে। তারা দারুণ ব্যাট করেছেন, এতে কোন সন্দেহ নেই।’
‘তারা অসাধারণ একটি ইনিংস খেলেছেন। কোহলি দারুণ ব্যাট করেছেন, শুধু ওয়ানডে নয়, সব ফরম্যাটেই ভালো করেছেন। এটি তার ৫২তম ওয়ানডে সেঞ্চুরি। নিঃসন্দেহে একজন অসাধারণ খেলোয়াড়। দায়িত্ব নিয়েছেন, এবং যেভাবে ব্যাট করেছেন তা সত্যিই চমৎকার। আমার মনে হয় তার পিঠ ঠিক আছে। যতটুকু জানি, ঠিকই আছে।’
ইএ/টিকে