বাংলাদেশ প্রিমিয়ার লিগের অনিয়ম, অব্যবস্থাপনা ও মান নিয়ে বরাবরই অনেক প্রশ্ন থেকে যায়। বিতর্ক শুধু মাঠের খেলা কিংবা ফ্র্যাঞ্চাইজিতেই আটকে থাকে না। ব্রডকাস্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ধারাভাষ্যকারদের মান নিয়েও বিভিন্ন সময় অসন্তোষ দেখা গেছে সমর্থকদের মধ্যে। এবারের বিপিএলে সেসব থেকে সরে আসার দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।
বিপিএলের আসন্ন আসরের জন্য ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকান একটি পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে। ব্রডকাস্টিং নিয়ে বেশ সতর্ক অবস্থানে বিসিবি। ধারাভাষ্য সংক্রান্ত সমস্যা সমাধানে ড্যানি মরিসন, ওয়াকার ইউনুস, রমিজ রাজা ও পারভেজ মাহারুফের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধারাভাষ্যকার আনার পরিকল্পনা করছে বিসিবি। বিসিবর সূত্র জানিয়েছে, স্থানীয় ধারাভাষ্যকারদের সঙ্গে তারা ধারাভাষ্য দেবেন আসন্ন আসরে।
এদিকে, বিপিএলের আসন্ন আসর সিলেট পর্ব দিয়ে শুরু করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সূত্র বলছে, পর্যটন এলাকা হওয়ায় ডিসেম্বরের এই সময়টাতে সিলেটে অনেক ভিড় হয় পর্যটকদের। ফলে হোটেল সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে সেখানে। এই কারণে প্রতি আসরের মতো এবারের বিপিএলেরও পর্দা উঠতে যাচ্ছে ঢাকা থেকে।
গত আসরগুলোর মতোই এবার ঢাকা দিয়ে বিপিএল শুরুর পর খেলা যাবে সিলেট এবং চট্টগ্রামে। এবারের আসরে ভেন্যু বাড়ানোর কথা শোনা গেলেও বিভিন্ন পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি।
বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। গত ৩০ নভেম্বর নিলামে দল গুছিয়ে নিয়েছে তারা। নিলামের বাইরে সরাসরি সাইনিংয়েও সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় নেয়ার সুযোগ পেয়েছে দলগুলো। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের আসন্ন আসর।
এসএস/এসএন