অভিনেতা মনোজ বাজপেয়ী বলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন। অভিনয় করেছেন একাধিক 'আইকনিক' ছবিতে, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে সর্বত্র। সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ।
বিশেষ করে 'দ্য ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজের মাধ্যমে মনোজ বাজপেয়ী আরও জনপ্রিয়তা পেয়েছেন। তবে এত কিছুর পরেও, পারিশ্রমিকের ক্ষেত্রে তিনি এখনো ইন্ডাস্ট্রির সুপারস্টারদের থেকে অনেকটা পিছিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন এই তারকা। মনোজ জানান, শাহরুখ খান বা সালমান খানের মতো তারকাদের সমান পারিশ্রমিক তিনি এখনও পান না।
এমনকি, দুই বছর আগেও তাকে বলতে শোনা গিয়েছিল, 'দ্য ফ্যামিলি ম্যান'-এর মতো ব্লকবাস্টার সিরিজের সাফল্যের পরেও তিনি নিজেকে সস্তা শ্রমিক মনে করেন।
তিনি বলেন, ‘আমি যত টাকাই পাই না কেন, তা কখনো যথেষ্ট নয়। কারণ, বড় তারকাদের যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়, সেই অংকের ধারেকাছেও আমি পৌঁছতে পারিনি। বরং, সেই লক্ষ্যেই এখনও স্ট্রাগল চালিয়ে যাচ্ছি।’
তার কথায়, ‘আমি যদি বেশি টাকা পারিশ্রমিক নিতাম, তাহলে হয়তো ছবিটি তৈরিই হতো না। মাঝে মাঝে আমাদের টাকা কম নিতে হয়, যাতে ভেতরের শিল্পীসত্তা খুশি থাকে এবং ভালো ছবি তৈরি করা সম্ভব হয়।’
শেষে বলেন, ‘ছোট বাজেটের ছবির জন্য আমি প্রায়শই বাজেটের ওপর ভিত্তি করে পারিশ্রমিক নেই, কারণ আমি গল্প এবং সেই আবেগে বিশ্বাস করি। একবার হ্যাঁ বললে, আমি নিজের সবটুকু ঢেলে দিই, কখনও পিছিয়ে আসি না।’
এমকে/এসএন