যথাসময়ে নির্বাচন চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক। যথাসময়ে এবং যথাযথ পরিবেশে যেন সুষ্ঠু নির্বাচন হয় এটাই আমাদের প্রত্যাশা।
বুধবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা চাই, এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, প্রার্থীরাও স্বচ্ছতার সাথে নির্বাচনে অংশ নেবেন। এ বিষয়ে যেন কমিশন ব্যবস্থা নেয়। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এসপি ডিসি যে বদলি হয়েছে, সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি, এ সব বিষয়ে কমিশন যেন ব্যবস্থা নেয়।
নাহিদ বলেন, গণভেটে প্রশ্নগুলো নিয়ে যেন প্রথম থেকে প্রচার করা হয়। মিস ইনফরমেশন, ডিজইনফরমেশনের ক্ষেত্রে যেন নির্বাচন কমিশন উদ্যোগ নেয়। নারী প্রার্থীদের জন্য সাইবার বুলিং যেন না হয়।
এনসিপি নেতা বলেন, গণভোটের একাধিক প্রশ্ন রাখা হয়েছে বিভিন্ন দলের চাহিদার কথা মাথায় রেখে। আরও সহজভাবে এটা করা দরকার ছিল। আমরা সরকারের কাছে সেই সাজেশন দিয়েছি। এটা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। ফলে এই আদেশের ভিত্তিতে গণভোট হলে এটা ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। সরকার ও দলের পক্ষ থেকে এটা প্রচার করা দরকার এবং জনগণের সামনে প্রশ্নগুলো স্পষ্ট করতে হবে।
তিনি বলেন, আমরা তাদের (কমিশনার) বলেছি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে যেন তারা তফসিলের ঘোষণা দেয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ আরও বলেন, নির্বাচন কমিশন নিয়ে সেই উদ্বেগ এখনো আমাদের আছে। পুরোনো আইনি এটা গঠিত। আমরা চেয়েছিলাম সংস্কার প্রস্তাব অনুযায়ী এটি গঠিত হওয়া উচিত ছিল। তবে আমরা নির্বাচন দিকে এগোতে চাই। অনেক দুর্নীতিবাজ অফিসার এই কমিশনে রয়ে গেছে। আমরা সেই তথ্য কমিশনকে দিচ্ছি।
তিনি বলেন, আমরা চাই না নির্বাচনের যাত্রা ব্যাহত হোক। যথাসময়ে এবং যথাযথ পরিবেশে যেন সুষ্ঠু নির্বাচন হয়। আমরা সব দিক দিয়ে কমিশনকে সহযোগিতা করবো। তবে আমরা যদি দেখি তারা পক্ষপাতমূলক আচরণ করছে, সে ক্ষেত্রে আমরা কমিশনের প্রতি সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য হবো।
এসএস/এসএন