ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আল-আমিন এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার সহকর্মী ও স্বজনরা।
গত ২৮ নভেম্বর সকালে গৌরীপুরে কনটেন্ট তৈরির সময় দুর্ঘটনায় দগ্ধ হন তিনি। দাড়িয়াপুর ইটখলার মোড়ের কাছে একটি কৃত্রিম চৌবাচ্চায় আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণের প্রস্তুতি নিচ্ছিলেন আল-আমিন। এ জন্য তিনি চৌবাচ্চায় পেট্রল ঢেলে আগুন ধরান। পেট্রলের পরিমাণ বেশি হওয়ায় তীব্র শিখায় তিনি দগ্ধ হন।
তার সহকর্মী আজাদ হোসেন জনি জানান, আল-আমিন এখন আগের চেয়ে ভালো আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বারডেমের চিকিৎসাসেবা ও আন্তরিকতায় পরিবারের সদস্যরা সন্তুষ্ট। ডাক্তাররা তাকে এখনও হাসপাতাল থেকে ছাড়তে রাজি নন।
আল-আমিনের স্ত্রী শুরুতে ঢাকায় তার পাশে থাকলেও তিন সন্তান, বিশেষ করে নবজাতকের দেখভালের জন্য ময়মনসিংহে ফিরতে হয়েছে। বর্তমানে তার ভাই হাসপাতালে সঙ্গ দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে রসাত্মক কনটেন্ট তৈরি করে পরিচিতি পাওয়া আল-আমিন শীতের শুরুতেই আগুন নিয়ে কনটেন্ট বানাতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।