বিয়ের পর থেকেই রকুল প্রীত সিংহ ও জ্যাকি ভাগনানি চর্চায়। একসঙ্গে মাঝে মাঝেই তাঁদের দেখা যায় বিভিন্ন জায়গায়। কিন্তু বিয়ের পর থেকে খুবই সমস্যায় রয়েছেন তারকাদম্পতি।
২০২৪ সালে প্রযোজক জ্যাকি ভাগনানিকে বিয়ে করেন অভিনেত্রী রকুল প্রীত সিংহ। বিয়ের পর যে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাবেননি অভিনেত্রী। খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে জ্যাকিকে। শোনা গিয়েছিল কোম্পানির ৮০ শতাংশ কর্মী ছাঁটাই করা হয়েছিল। বিক্রি করা হয়েছিল সাততলা অফিসবাড়ি। এই পরিস্থিতিতে কী ভাবে মানালেন নায়িকা?
রকুল মেনে নিয়েছেন যে বড় আর্থিক ক্ষতি হয়েছে তাঁদের। কিন্তু বাকি যে সব তথ্য প্রকাশিত হয়েছিল সংবাদমাধ্যমে, সবটাই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। রকুল বলেন, “করোনা পরিস্থিতির পরে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। সবটাই সামনে থেকে দেখেছি। একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে। কিন্তু সময় তো সবার এক যায় না।”
জ্যাকির সঙ্গে বিয়ের পর এক মাস অতিক্রান্ত, জীবন কতটা বদলেছে? উত্তর দিলেন রকুল প্রীত
শোনা গিয়েছিল, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’ ছবিটি বক্সঅফিসে ভাল লাভ করেনি। তাতেই পরিচালক আলি আব্বাস জ়াফারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন জ্যাকির বাবা প্রযোজক বাসু ভাগনানি। রকুল বলেন, “তিনটে ছবি চলেনি। আর্থিক ক্ষতি হয়েছিল ঠিকই। কিন্তু এমন সমস্যায় অনেক প্রযোজকই পড়েন। অভিনেতা অমিতাভ বচ্চনও এক বার আর্থিক সমস্যায় পড়েছিলেন।” যে কোনও পরিস্থিতিতেই ইতিবাচক ভাবনা রাখতে হবে, মত নায়িকার।
রকুল যোগ করেন, “৫০০ কোটির ছবি নেই বলে হতাশ হব, না কি আমার হাতে ছবি আছে ভেবে আনন্দিত থাকা উচিত। এটা নিজেদেরই ঠিক করতে হবে।” আপাতত পরিস্থিতি সামলে নতুন কাজের পরিকল্পনা করছেন জ্যাকি। শোনা গিয়েছে, সাততলা অফিসবাড়ি বিক্রি হওয়ার খবর ভুয়ো। নতুন করে সাজানো হচ্ছে, তাই আপাতত সেই অফিসে কেউ বসছেন না।
এবি/টিকে