৭ নভেম্বর মুক্তি পেয়েছে প্রতীম ডি.গুপ্তের ছবি ‘রান্নাবাটি’। ছবিতে দর্শক দেখেছে ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার এবং শোলাঙ্কি রায়ের এক অন্য সমীকরণ।
মোহর, তার বাবা শান্তনুর গল্পে সব রকমের উপাদান পেয়েছিল দর্শক। রান্নার সব ধরনের উপাদান নিয়ে ‘রান্নাবাটি’র গল্প বুনেছিলেন পরিচালক প্রতীম ডি.গুপ্ত। সোহিনী সরকার, ঋত্বিক চক্রবর্তী, শোলাঙ্কি রায়কে একসঙ্গে বড়পর্দায় দেখার অভিজ্ঞতাও প্রথম বার। ছবির ২৫ দিন পার। এর মধ্যেই ‘রান্নাবাটি ২’-এর পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক।
টলিপাড়ার অন্দরের খবর, নতুন গল্প ভেবে ফেলেছেন পরিচালক। সত্যিই কি তাই? পরিচালক প্রতীম জানিয়েছেন, এই খবর সত্যি। প্রযোজনার দায়িত্বে ‘নন্দী মুভিজ়’। এ প্রসঙ্গে পরিচালক বলেন, “রান্নাবাটির পরের অধ্যায়ের পরিকল্পনা করছি। গল্প লেখা এখনও শুরু করিনি। ভাবনাচিন্তা করা আছে। তবে কবে শুটিং হবে, কী ভাবে এগোব এখনই বলা যাচ্ছে না। স্ক্রিনিং কমিটির মিটিং অনুযায়ী ছবি মুক্তির আগে এখন অনেক কিছু ভাবতে হবে। তবে যা মনে হচ্ছে, ২০২৭ সালের আগে কিছু হবে না। তবে এটা ঠিক, ‘রান্নাবাটি ২’ হচ্ছে।”
এই ছবিতে বাবা-মেয়ের সমীকরণের সঙ্গে দর্শক দেখেছে রান্নাবাটি আর প্রেমের যুগলবন্দি। এই ছবির মাধ্যমে বহু দিন পরে বড়পর্দায় দেখা গিয়েছে বিদীপ্তা চক্রবর্তী এবং বিরসা দাশগুপ্তের ছোট মেয়ে ইদা দাশগুপ্তকে। পরের ছবিতেও কি দেখা যাবে একই অভিনেতা, অভিনেত্রীদের? শোনা যাচ্ছে, সোহিনী সরকার সম্ভবত থাকবেন। কিন্তু বাকিটা ক্রমশ প্রকাশ্য।
এবি/টিকে