এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার অবনতি

সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। ক্যান্সার আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছেন তিনি।

জানা গেছে, চিকিৎসায় তাকে কেমোথেরাপি দেয়ায় তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। এই কারণে শিল্পীকে নতুন করে আর কেমোথেরাপি দেয়া যাচ্ছে না।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে ফেরার কথা ছিল সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের। শারীরিক অবনতি হওয়ায় এবার দেশে ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে তার।

এন্ড্রু কিশোর বর্তমানে নন-হজকিন লিম্ফোমা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য প্রথম সিঙ্গাপুরে যান শিল্পী। গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা ধরা পড়ে।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়।

চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি ধাপে ২৪টি কেমো দিতে হবে। ইতোমধ্যে ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম ধাপে প্রথম কেমোথেরাপির প্রস্তুতি চলছিল। তবে তা শুরু করা যায়নি। এখনো ৭টি কেমো দেয়া বাকি। তবে শিল্পীর শারীরিক অবস্থা বিবেচনা করে সেটিও বন্ধ আছে।

 

টাইমস/জেকে

Share this news on: