ইয়াশ রাজ চোপড়ার ছবি দিয়ে বলিউডে অভিষেক হলেও মাত্র ৪৬ বছর বয়সে জ্যোতিষীর পথ বেছে নেন টিউলিপ জোশি।
২০০২ সালে ইয়াশ রাজ ফিল্মসের ‘মেরি ইয়ার কি শাদি হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় টিউলিপ জোশির। এই ছবিতে আরো অভিনয় করেন জিম্মি শেরগিল, উদেয় চোপড়া, বিপাসা বসু, শমিতা শেঠি। কিন্তু সিনেমাটি বক্স অফিসে খুব একটা ভালো করতে পারেনি। টিউলিপের অভিনয় ক্যারিয়ার ও খুব একটা সাফল্যমণ্ডিত ছিল না।
‘মাতৃভূমি’, ‘দিল মাঙ্গে মোর’ এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় দিয়েও তিনি বলিউডেও নিজের জায়গা করতে পারেনি। তার কঠোর পরিশ্রম সত্ত্বেও ইন্ড্রাস্টি তাকে সঠিক জায়গা দেয়নি। হিন্দি বলতে প্রথম দিকে অনেক কষ্ট হলেও তিনি নিজেকে তৈরি করেছেন এরপরেও বলিউড তার ক্যারিয়ার হতে পারেনি।
শেষবার তাকে সালমান খানের ‘জ্যায় হো’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছিল। ২০১৪ সালে তিনি বলিউডকে বিদায় জানান। রুপালি পর্দার গ্ল্যামার ছেড়ে তিনি জ্যোতিষী হিসেবে নিজের ক্যারিয়ার গড়েন।
৪৬ বছরের টিউলিপ প্রমাণ করেছেন আসল সফলতা শুধু সিনেমার আলোতে নয়, নিজের জীবনে সন্তুষ্টি ও অন্যের জীবনে উপকার করতে পেরে আছে।
টিউলিপ জোশি মুম্বাইয়ে জন্মেছেন। তার বাবা হিন্দু গুজরাটি আর মা ছিলেন খ্রিস্টান আর্মেনীয়। ২০০০ সালে তিনি ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ফাইনালে যেতে না পারলেও তার চেহারা ও উপস্থিতি সবাইকে আকর্ষণ করেছিল।
পিএ/এসএন