নিরাপত্তাহীনতা কখনোই আমার চালিকা শক্তি ছিল না: ঐশ্বরিয়া রাই বচ্চন
মোজো ডেস্ক 08:44AM, Dec 06, 2025
বছরের ব্যস্ততা ও পরিবারকে গুরুত্ব দেওয়ার বিষয়টি এবার স্বচ্ছন্দভাবে প্রকাশ করলেন বলিউডের সুপরিচিত অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, “আমি আরাধ্যার যত্ন নিতে, অভিষেকের সঙ্গে থাকতে এতটাই ব্যস্ত থাকি যে আমি কোনো ছবি সাইন না করলে নিরাপত্তাহীনতায় ভুগি না। নিরাপত্তাহীনতা কখনোই আমার চালিকা শক্তি ছিল না।”
ঐশ্বর্য রাই বচ্চনের এই মন্তব্য তার ব্যক্তিগত জীবন এবং পেশাদার দায়িত্বের মধ্যে সুষমতা বজায় রাখার প্রতিফলন। অভিষেক বচ্চনের সঙ্গে পারিবারিক সময় কাটানো এবং মেয়ে আরাধ্যার দেখাশোনায় ব্যস্ততা তাকে পেশাগত চাপের বিরুদ্ধে স্থির রেখেছে।
বলিউড মহলে এ ধরনের সৎ এবং স্বচ্ছ মনোভাব বিরল। সাধারণত বড় তারকারা নানান ছবি ও প্রজেক্ট গ্রহণ করে মানসিক চাপের মধ্যে থাকলেও, ঐশ্বর্য পরিবারের গুরুত্বকে প্রাধান্য দিয়েছেন। তার এই দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে।
প্রশংসকেরা মনে করছেন, শিল্পী হিসেবে তার দক্ষতা ও পারিবারিক দায়বোধ একসঙ্গে তার প্রোফাইলকে আরও সমৃদ্ধ করেছে। ঐশ্বর্য রাই বচ্চন প্রমাণ করলেন, নিরাপত্তাহীনতা বা মানসিক চাপ কখনোই সাফল্যের প্রেরণা হতে হবে না, বরং সঠিক সময় এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য স্থাপন করাই সত্যিকারের চালিকা শক্তি।