নিজের জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকেই যেন অল্প কথায় গভীর সত্য উচ্চারণ করলেন নীলাঞ্জনা শর্মা। ফেসবুকে তিনি লিখেছেন, নিজের মনকে ভালো রাখার একমাত্র উপায় হচ্ছে কাজে ব্যস্ত থাকা। ব্যক্তিগত জীবনে যত কষ্টই আসুক, কাজের মধ্যে ডুবে গেলে সেই কষ্টের তীব্রতা মানুষকে স্পর্শ করতেই পারে না এমনই দৃঢ় বিশ্বাস তার।
শিল্পীদের জীবনে ব্যক্তিগত চাপ, মানসিক অস্থিরতা, সম্পর্কের টানাপোড়েন সবই প্রায় নিয়মিত ঘটনা। নীলাঞ্জনার কথায় তাই যেন আরও স্পষ্ট হয়ে ওঠে, পেশার প্রতি একাগ্রতা কতটা শক্তির উৎস হতে পারে। কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখলে মনও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসে। ব্যস্ততার মধ্যেই খুঁজে পাওয়া যায় স্বস্তি ও মুক্তির পথ।
বিনোদন জগতের বহু শিল্পীই নানা সময়ে বলেছেন, কাজই তাদের প্রশান্তি। নীলাঞ্জনার পোস্ট সেই সত্যকেই আবারও নতুন করে মনে করিয়ে দিল। তার এই ব্যক্তিগত উপলব্ধি প্রকাশের পর বহু অনুসারী মন্তব্য করছেন, এমন পরামর্শ শুধু শিল্পীদের জন্য নয়, সবার জীবনের জন্যই প্রযোজ্য। কষ্ট এড়ানোর উপায় খুঁজতে গিয়ে নিজের কাজকে আরও গুরুত্ব দেওয়ার যে বার্তা তিনি দিলেন, তা তাদেরও অনুপ্রাণিত করছে।
শোবিজ দুনিয়ার জটিলতা আর ক্রমাগত আলোচনার ভিড়ে নীলাঞ্জনার এই সরল বার্তা যেন একটু বিরতির মতো। নিজের মনের যন্ত্রণা দূরে রাখতে কাজই যে সবচেয়ে বড় আশ্রয় এ কথা অনেকেই জানেন, কিন্তু তার ভাষায় তা যেন নতুন সত্যের মতোই ছুঁয়ে যায়।
আরপি/এসএন