পুল পর্বের মতো আর হতাশ হতে হয়নি আমিরুল ইসলামকে। এবার তার হ্যাটট্রিকে সওয়ার হয়ে জুনিয়র হকি বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ।
ভারতের তামিলনাড়ুতে শনিবার স্থান নির্ধারণী পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫-৩ গোলে জিতেছে বাংলাদেশ। আমিরুলের হ্যাটট্রিকের পর জালের দেখা পান ওবায়দুল জয় ও রাকিবুল হাসান।
১৭ থেকে ২৪তম স্থান নির্ধারণী ম্যাচের এই পর্ব বাংলাদেশ শুরু করে ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে। ওই ম্যাচেও পাঁচ গোলের আলো ছড়িয়েছিলেন আমিরুল।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অবশ্য বাংলাদেশের শুরুটা হয় সাদামাটা। দশম মিনিটে গোল হজম করে পিছিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে দল।দ্বিতীয় কোয়ার্টারে লি মিনহুয়েকের গোলে ব্যবধান দ্বিগুণ করে দক্ষিণ কোরিয়া। এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
২১ থেকে ২৪-তিন মিনিটের মধ্যে দুটি পেনাল্টি কর্নার (পিসি) থেকে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে সমতায় ফেরান আমিরুল। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি স্ট্রোক থেকে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পুল পর্বে দক্ষিণ কোরিয়ার সাথে ৩-৩ ড্র ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন আমিরুল।
৫২তম মিনিটে ওবায়দুলের ফিল্ড গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। একটু পরই স্কোরলাইন ৪-৩ করে ম্যাচ জমিয়ে তোলে দক্ষিণ কোরিয়া।
তবে শেষ দিকে রাকিবুলের লক্ষ্যভেদে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ ১৭তম হওয়ার লড়াইয়ে সোমবার মুখোমুখি হবে অস্ট্রিয়ার।
এমআর/টিকে