জয়ে ফিরল মোহামেডান, পয়েন্ট হারাল আবাহনী

বাংলাদেশ ‍ফুটবল লিগে মোহামেডানের জয়ের দিনে পয়েন্ট খোয়ালো ঢাকা আবাহনী। শনিবার (৬ ডিসেম্বর) স্যামুয়েল বোয়াটেংয়ের হ্যাটট্রিকে পিডাব্লিউডিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সাদা-কালোরা। অন্যদিকে ফর্টিসের সঙ্গে গোলশুন্য ড্র করেছে আকাশি-নীলরা।

গত আসরের চ্যাম্পিয়ন মোহামেডান এবার যেন একটু ব্যাকফুটে। ফর্টিসের বিপক্ষে ২-০ ব্যবধানে হার দিয়ে আসর শুরু করেছিল তারা। পুলিশ এফসির বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে। কিন্তু পরের ম্যাচেই আবার ছন্নছাড়া তারা।

ফকিরাপুল ইয়াং মেনের কাছে হেরে যায় ২-০ ব্যবধানে। অবশেষে লিগের পঞ্চম ম্যাচে গিয়ে স্বরূপে ফিরলো তারা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার অবশ্য প্রথম গোলের দেখা পেতে ম্যাচের ৩২তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।স্পট কিকে সাদাকালো জার্সিধারীদের এগিয়ে নেন মোজাফ্ফর মোজাফ্ফরভ। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা-কালোরা।



৬৭তম মিনিটে পিডাব্লিউডি গোলরক্ষক অনিক আহমেদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করে নেয় মোহামেডান। পোস্ট ছেড়ে বক্সের বাইরে এসে দলকে বিপদমুক্ত করতে গিয়ে তালগোল পাকিয়ে উল্টো অনিক বল তুলে দেন বোয়াটেংয়ের পায়ে। ফাঁকা পোস্টে বল জড়াতে কোনো ভুল হয়নি ঘানার এই ফরোয়ার্ডের। এর ১০ মিনিট পর দলের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন বোয়াটেং। সাইফুল হোসেনের ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে নিয়ন্ত্রণে নিয়ে, ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। পাঁচ মিনিট পরই হ্যাটট্রিক তুলে নেন তিনি।

বাইলাইনের একটু ওপর থেকে রহমত মিয়ার বাড়ানো বল বুটের তলার টোকায় জালে জড়ান। তাতে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

পঞ্চম রাউন্ড শেষে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শিরোপাধারী মোহামেডান।

এদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় সুবিধা করতে পারেনি আবাহনী। গত ম্যাচে আসরের প্রথম জয় তুলে নেয়া দলটি পঞ্চম ম্যাচে এসে আবার খেই হারিয়েছে। অবশ্য ফর্টিস যতটা আক্রমণ ছিল তাতে ম্যাচ হারার ঝুঁকিতেও ছিল আবাহনী। তবে গোলরক্ষক মিতুল মারমা দারুণ নৈপুণ্যে জাল অক্ষত রাখেন। ফর্টিসের জাল অক্ষত রাখাতেও ভূমিকা ছিল দলটির গোলরক্ষক সুজন পেরেইরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে থামতে হয় দুদলকে।

পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে আবাহনী। সমান ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ফর্টিসের।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
কাজল-টুইঙ্কেলের অনুষ্ঠানে নেই কেন শাহরুখ, মুখ খুললেন বাদশা Dec 06, 2025
img
সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রই ইউরোপের সবচেয়ে বড় মিত্র: ইইউ Dec 06, 2025
img
মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে দুবাই ক্যাপিটালস Dec 06, 2025
img
জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি Dec 06, 2025
মানহানি মামলায় বিপাকে কঙ্গনা রানাউত Dec 06, 2025
টি-টোয়েন্টিতে যে সাফল্য চেয়েছি, আমরা কাছাকাছি গিয়েছি: সালাউদ্দিন Dec 06, 2025
img

রাজা গোস্বামী

মানুষ যত উপরে উঠছে, বাড়ির তলা বাড়ছে, ততই সম্পর্কের গভীরতা কমছে Dec 06, 2025
পোস্টাল ভোট অ্যাপে তথ্য সংশোধনের শেষ দিন আজ Dec 06, 2025
ছাত্রদলের আবিদুলের গণমাধ্যম বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন! Dec 06, 2025
img
দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক Dec 06, 2025
ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন কূটনৈতিক পরিকল্পনা পাকিস্তানের Dec 06, 2025
img
আইজিপিকে বরখাস্ত করতে প্রধান উপদেষ্টাকে চিঠি Dec 06, 2025
নির্বাচনী জোট গঠনে কৌশল বিএনপি-জামায়াত-এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর Dec 06, 2025
img
স্ত্রী নয়, এখনো জাহিরের বান্ধবী ভাবতে ভালো লাগে: সোনাক্ষী Dec 06, 2025
img
আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি : সাবিকুন নাহার Dec 06, 2025
img
জয়ে ফিরল মোহামেডান, পয়েন্ট হারাল আবাহনী Dec 06, 2025
img
শেষ হলো বাঁধন সুনেরাহ ও শিমুদের শুটিং Dec 06, 2025
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে Dec 06, 2025
জয়ের অঙ্ক মেলাতে সংখ্যালঘু প্রার্থী বাড়াতে পারে জামায়াত | Dec 06, 2025
তাইওয়ানকে ঘিরে চীনের মোকাবিলায় সামরিক শক্তি বৃদ্ধি ট্রাম্পের Dec 06, 2025