আইএল টি-টোয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের। টুর্নামেন্টটিতে নিজের প্রথম ম্যাচ খেলতে আর কিছুক্ষণের মধ্যেই দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বরাবরই মুস্তাফিজুর রহমানের বেশ চাহিদা। বিশ্বের প্রায় সব নামকরা লিগেই খেলেছেন তিনি। আলো কেড়েছেন আইপিএলের মতো বিশেষ মঞ্চে। তবে মরুর বুকে আইএল টি-টোয়েন্টিতে এর আগে খেলা হয়নি তার। অবশেষে সেখানেও খেলার সুযোগ মিলল তারকা পেসারের। সরাসরি চুক্তিতে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দুবাই।
দুবাই ক্যাপিটালসে যোগ দিতে গত পরশু রাতে দেশ ছেড়েছেন মুস্তাফিজ। তিনি দলে যোগ দেয়ার আগেই অবশ্য একটি ম্যাচ খেলে ফেলেছে দাসুন শানাকার দল। তবে সেই ম্যাচে কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি দলটি।
আজ (৬ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গালফ জায়ান্টসের মুখোমুখি হয়েছে দুবাই। সেখানে টস জিতে মুস্তাফিজদের আগে ফিল্ডিংয়ে পাঠিয়েছে গালফ। স্কটিশ পেসার স্কট কারির বদলে দলে এসেছেন ফিজ।
আইএল টি-টোয়েন্টির চলমান আসর খেলতে মুস্তাফিজের মতো অনুমতি পেয়েছেন তাসকিন আহমেদও। নিজের দল শারজাহ ওয়ারিয়র্সে ইতোমধ্যে যোগ দিয়েও ফেলেছেন তাসকিন। ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের আগে দুজনকেই দেশে ফেরার নির্দেশনা দেয়া হয়েছে।
এমআর/টিকে