১৭ বছর বয়সেই আলোচনায় মিসরীয় তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। আফ্রিকার শক্তিশালী ক্লাব আল আহলির হয়ে সদ্যই সিনিয়র দলে অভিষেক হয়েছে তার। অনূর্ধ্ব-১৭ মিশর দলের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টেও দারুণ ছাপ রাখছেন তিনি। এই পারফরম্যান্সেই নজরে পড়েছেন ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের। তবে দৌড়ে সবার চেয়ে এগিয়ে এখন বার্সেলোনা।
স্প্যানিশ দৈনিক স্পোর্টের প্রতিবেদন, চলতি বছরের শেষের মধ্যেই হামজার সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে চাইছে বার্সেলোনা। ইতিমধ্যে আলোচনাও অনেকটাই এগিয়েছে। প্রথম ধাপে তাঁকে ধারে নিয়ে পরবর্তীতে কেনার অপশন রাখার পরিকল্পনা করেছে কাতালান ক্লাবটি। জানুয়ারির শুরুতেই বার্সা অ্যাতলেটিকে যোগ দিতে পারেন তিনি, যেখানে যুবদল কোচ জুলিয়ানো বেলেত্তির অধীনে খেলবেন।
বার্সেলোনায় যোগ দেওয়ার ব্যাপারে হামজা নিজেই অত্যন্ত আগ্রহী বলে জানা গেছে। ইউরোপে সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এই তরুণ ফরোয়ার্ড বার্সা আগ্রহ দেখানোর পরই অন্য সব ক্লাবের সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছেন। তাঁর প্রতি বায়ার্ন মিউনিখ ও এসি মিলানও আগ্রহ দেখালেও মাঠের লড়াইয়ে এগিয়ে আছে বার্সা।
কাতালান ক্লাবটি কাতারে অনুষ্ঠিত সাম্প্রতিক অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হামজাকে স্কাউট করে। গোল করার সামর্থ্য, শারীরিক সক্ষমতা ও পজিশনিং দেখে তাকে নিয়ে ইতিবাচক রিপোর্ট দেয় স্কাউটরা। এরপরই আলোচনা শুরু হয় আল আহলির সঙ্গে।
আল আহলি নীতিগতভাবে হামজাকে ছাড়তে রাজি হলেও চাইছে ভালো আর্থিক কাঠামো। বার্সার প্রস্তাবে স্থায়ী ফি, পারফরম্যান্সভিত্তিক বোনাস এবং ভবিষ্যতে প্রথম দলে উন্নীত হলে অতিরিক্ত সুবিধা রাখার চেষ্টা করছে মিসরীয় ক্লাবটি। ক্লাব চাইছে ভবিষ্যতে বিক্রির ক্ষেত্রে একটি শতাংশও নিজেরা ধরে রাখতে।
এই চুক্তির কাঠামো অনেকটাই মিলে যায় লাস পালমাস থেকে পেদ্রিকে আনার সময় বার্সেলোনা যে মডেল ব্যবহার করেছিল তার সঙ্গে। দুই পক্ষই এখন এমন সম্ভাব্য কাঠামো নিয়েই আলোচনা চালাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই চুক্তি সম্পন্ন হলে আগামী গ্রীষ্মে সিনিয়র দলের প্রাক–মৌসুম প্রস্তুতিতে হামজাকে রাখার প্রতিশ্রুতি দিয়েছে বার্সেলোনা। এটি খেলোয়াড় ও তাঁর পরিবারকে আরও বেশি রাজি করিয়েছে কাতালোনিয়ায় যাওয়ার ব্যাপারে।
হামজার জন্মদিনের সুবাদে আগামী জানুয়ারিতেই ১৮ পূর্ণ করবেন। ফলে বয়সজনিত বিধিনিষেধ না থাকায় চুক্তি কার্যকর করতে কোনো বাধাও থাকছে না। তিনি মূলত গোলমুখে তীক্ষ্ণ এবং আক্রমণভাগে স্বাভাবিক স্ট্রাইকারের ভূমিকা পালন করেন।
বার্সেলোনার ফরোয়ার্ড ঘাটতি বিবেচনায় এই তরুণকে নিয়েই নতুন পরিকল্পনা সাজাচ্ছে ক্লাবটি। সব কিছু ঠিক থাকলে বছরের শেষেই তাঁর বার্সায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এমআর/টিকে