চলতি অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের অবস্থা এতটাই বাজে যে, তাদের ছোটখাটো অনেক বিষয় নিয়েও হচ্ছে সমালোচনা। এই যেমন, ব্রিজবেন টেস্টে দিনের খেলা শুরুর আগে ইংলিশ পেসার জফ্রা আর্চারের বালিশ হাতে মাঠে আসাটা ভালোভাবে নেননি সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে টিভি ক্যামেরায় ধরা পড়ে আর্চারের বালিশ হাতে নিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য। চ্যানেল ৭-কে হেইডেন বলেন, একজন খেলোয়াড়ের বালিশ আনতে দেখাটা খুবই বিস্ময়কর। আর্চারের এমন উদাসীন মনোভাবের সর্বোচ্চ ব্যবহার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের করা উচিত বলে মনে করেন তিনি।
“যদি আমি একজন ব্যাটসম্যান হতাম, তাহলে কী করতাম সেটা আপনাকে বলছি, আমি লম্বা সময় ধরে ব্যাটিং করতাম। অনন্তকাল। আমি বলতে পারি, একজন ব্যাটসম্যান হিসেবে আপনার ঠিক এটাই প্রয়োজন।”
হেইডেন যা চেয়েছিলেন, ঠিক যেন তাই করেছে অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা স্বাগতিকরা করে ৫১১ রান। প্রথম ইনিংসে লিড পায় তারা ১৭৭ রানের।
জবাবে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। ইনিংস হার এড়াতে এখনও তাদের প্রয়োজন ৪৩ রান।
পার্থে প্রথম টেস্ট ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া পাচ্ছে আরেকটি জয়ের সুবাস।
টিজে/টিকে