আগের ম্যাচে মেলেনি জালের দেখা। তাতে যেন আরও বেশি ক্ষুধার্ত ছিলেন হ্যারি কেইন। স্টুটগার্টের বিপক্ষে বদলি নেমেই করলেন তিন গোল। তার দল বায়ার্ন মিউনিখ পেল অনেক বড় জয়।
প্রতিপক্ষের মাঠে শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি ৫-০ গোলে জিতেছে বায়ার্ন।
১৩ ম্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ৩৭। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাইপজিগ।
১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে স্টুটগার্ট।
ব্যস্ত সূচিতে কেইনকে একটু বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ ভেসোঁ কম্পানি। দলের সেরা স্ট্রাইকারকে বেঞ্চে রেখে এদিন একাদশ সাজান তিনি।
কনরাড লাইমারের গোলে ম্যাচের শুরুতে এগিয়েও যায় লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলের সামনে প্রথমার্ধের বাকি সময়ে বেশ ভুগতে হয় তাদের।
বিরতির পর পাল্টাতে শুরু করে ম্যাচের দৃশ্যপট। আর ৬০তম মিনিটে নিকোলাস জ্যাকসনের বদলি হিসেবে কেইন নামার পর শুরু হয় গোল উৎসব।
মাঠে নামার ছয় মিনিটের মাথায় প্রথম গোলটি করেন কেইন। মাঝমাঠে সতীর্থের পাস পেয়ে, বিনা বাধায় এগিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
৭৮তম মিনিটে ইয়োসিপের গোলে বড় জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যায় বায়ার্ন। এর তিন মিনিট পর নিজেদের ডি-বক্সে হ্যান্ডবল করে লাল কার্ড দেখেন স্টুটগার্টের ডিফেন্ডার লরেঞ্জ। সফল স্পট কিকে স্কোরলাইন ৪-০ করেন কেইন।
আর ৮৮তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন কেইন।
এবারের বুন্ডেসলিগায় এই নিয়ে তিনটি হ্যাটট্রিক করলেন ইংলিশ তারকা। লিগে ১৩ ম্যাচ খেলে তার গোল হলো ১৭টি আর চলতি মৌসুমে বায়ার্নের জার্সিতে সব মিলিয়ে তার গোল হলো ২২ ম্যাচে ২৮টি!
২০২৩ সালে মিউনিখে পাড়ি জমানো কেইনের বুন্ডেসলিগায় এই নিয়ে ৭৬ ম্যাচে গোল হলো ৭৯টি! এর সঙ্গে ২১টি অ্যাসিস্টও করেছেন তিনি।
টিজে/টিকে