বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) এবারের আসরের প্রথমবার অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামের পরেও একের পর এক খেলোয়াড় দলে ভেড়াচ্ছে দলটি৷ এবার নোয়াখালী দলভুক্ত করেছে আফগানিস্তানের রিস্ট স্পিনার জাহির খানকে।
নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে বিপিএল মাতাবেন আফগান চায়নাম্যান বোলার জাহির খান। এই বোলারকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে নোয়াখালী এক্সপ্রেস কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান ক্রিকেটারে। খেলেছেন আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, সিপিএল, আইএলটি-২০র মতো বড় লিগগুলোতে। এর আগেও বিপিএলেও দুই মৌসুম খেলেছেন এই আফগান তারকা।
সংক্ষিপ্ত ক্যারিয়ারে আফগানিস্তানের হয়ে তিন ফরম্যাটেই খেলেছন জাহির খান। আফগানিস্তানের জার্সিতে ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ৩ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া সব টি-টোয়েন্টি মিলিয়ে ১৪২ উইকেট শিকার করেছেন এই রিস্ট স্পিনার।
নোয়াখালীর জার্সিতে বিপিএলে খেলবেন সৌম্য সরকার, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহানরা। বিদেশিদের মধ্যে রয়েছেন জনসন চার্লস, কুশল মেন্ডিস, মোহাম্মদ নবীর মতো তারকারা।
আগামী ২৬ ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।
একনজরে বিপিএলের ১২তম আসরে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড :
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবী, জাহির খান।
টিজে/টিকে