ওয়াশিংটনে শুক্রবার অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠানে ঘটে যাওয়া এক বিব্রতকর ঘটনার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ২০২২ সালের বিশ্বকাপজয়ী স্কালোনিকে অনুষ্ঠানে ট্রফি ধরার আগে গ্লাভস পরতে বলা হয়েছিল, যা নিয়ে আর্জেন্টাইন প্রতিনিধিদলের বেশ কয়েকজন সদস্য বিরূপ প্রতিক্রিয়া দেখান।
পরের দিন ইনফান্তিনো ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চান এবং স্কালোনিকে মঞ্চে আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত। ফিফার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। বিশ্ব চ্যাম্পিয়নরা ট্রফি স্পর্শ করতে পারে।’ এরপর স্কালোনি এবার খালি হাতে ট্রফি তুলে নেন।